সোমবার, ২৬ ডিসেম্বর, ২০১৬, ০১:৩২:০৭

বিশ্ব শান্তির ডাক দিলেন পোপ ফ্রান্সিস

বিশ্ব শান্তির ডাক দিলেন পোপ ফ্রান্সিস

আন্তর্জাতিক ডেস্ক: বড়দিনে বিশ্ব শান্তির বার্তা দিলেন পোপ ফ্রান্সিস। ভ্যাটিকান সিটিতে আজ উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, ‘‌কয়েকদিন আগেই বার্লিনে ট্রাক হামলা চালিয়েছে আইএস জঙ্গিরা। প্রাণ গেছে ১২ জনের। এঁদের সকলের পরিবারই উৎসবের মাঝে ডুবে আছে শোকে। তাঁদের পরিবারের প্রতি সমবেদনা জানাই। কিন্তু এই রক্তপাত আর কতদিন ধরে চলবে?‌’ বিশ্বের নানা প্রান্তে চলা যুদ্ধের বাতাবরণ নিয়েও দুঃশ্চিন্তা লুকিয়ে রাখেননি তিনি।

বলেছেন, ‘‌সিরিয়ার যুদ্ধ এবার শেষ হওয়া উচিত। এত রক্তপাত আমায় ব্যথিত করে। চিন্তা বাড়ছে ইজরায়েল  ও প্যালেস্তা‌ইনের সম্পর্ক নিয়েও। এই দুই দেশের মধ্যে এতদিনের ঝামেলা এবার মিটিয়ে নেওয়া উচিত। ওখানেও দিনের পর দিন লড়াই চলছে, প্রাণ যাচ্ছে মানুষের। ’‌ পোপের ভাষণের আগে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছিল ভ্যাটিকান সিটিকে।

কয়েকদিন আগেই বার্লিন হামলাকারিকে গুলি করে মেরেছিল জার্মানির সেনা। গোটা সপ্তাহ জুড়েই ইতালির প্রধান শহর রোমে মানুষ বোঝাই কোনও ট্রাক বা ভ্যান ঢুকতে দেওয়া হয়নি। পাছে এই ছুতোয় কোনও জঙ্গি ঢুকে পড়ে গোলমাল পাকায়।- ওয়েবসাইট

২৬ ডিসেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/সবুজ/এসএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে