আন্তর্জাতিক ডেস্ক : চিলিতে ৭ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প আঘাত হানার পর সুনামি সতর্কতা জারি করা হয়েছে। তবে তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর পাওয়া জায়নি। দক্ষিণ চিলির কেলন শহরের ৫০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে ভূমিকম্পটি আঘাত হানে।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ- ইউএসজিএস জানিয়েছে, ভূমি থেকে ৩৪ কিলোমিটার গভীরে ছিল ভূমিকম্পের উৎপত্তি।
সুনামির পর উপকূলীয় লস লাগস এলাকায় সুনামি সতর্কতা জারি করেছে দেশটির 'ইমার্জেন্সি অফিস'।
সতর্কতার অংশ হিসেবে সেখানকার লোকজনকে নিরাপদ স্থানে সরিয়ে নিতে বলা হয়েছে বলে জানিয়েছে সরকারি সংস্থাটি। -বিবিসি
২৬ ডিসেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম