সোমবার, ২৬ ডিসেম্বর, ২০১৬, ০১:৩৪:৫১

পরপর ৯০০ সিলিন্ডার বিস্ফোরণে কেঁপে উঠল ভারতের কর্নাটক

পরপর ৯০০ সিলিন্ডার বিস্ফোরণে কেঁপে উঠল ভারতের কর্নাটক

আন্তর্জাতিক ডেস্ক : বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা মিলল। পরপর প্রায় ৯০০টি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে কেঁপে উঠলো ভারতের কর্নাটকের চিক্কাবল্লাপুর জেলার চিন্তামনি৷ তীব্র বিস্ফোরণে কেঁপে ওঠে আশেপাশের বিস্তীর্ণ এলাকা, যদিও বিস্ফোরণের ফলে কোনও ক্ষয়ক্ষতির খবর নেই।

দেশটির এএনআই সূত্রে খবর, রবিবার রাতে দু’টি ট্রাক ও একটি বোলেরো গাড়িতে করে ওই সিলিন্ডারগুলি নিয়ে যাওয়ার সময় এই বিস্ফোরণ ঘটে৷ বিস্ফোরণের তীব্রতায় তিনটি গাড়ি সম্পূর্ণ পুড়ে গিয়েছে৷ গাড়ির ব্যাটারিতে শর্ট সার্কিটের ফলে আগুন লেগে যায় বলে অনুমান৷ আগুনের লেলিহান শিখা মাটি থেকে অনেক উঁচুতে উঠে যায়৷ ঘটনাস্থলে ছুটে আসেন দমকলকর্মীরা৷ আগুন আয়ত্ত্বে এসেছে বলে শেষ পাওয়া খবরে জানা গিয়েছে৷ পুলিশ ও দমকলকর্মীরা আগুন লাগার আসল কারণ খতিয়ে দেখছেন৷ হতাহতের কোনও খবর নেই। -সংবাদ প্রতিদিন।
২৬ ডিসেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে