আন্তর্জাতিক ডেস্ক: এটা কি অজ্ঞতা, নাকি নেহাতই স্লিপ অফ টাং! যেটাই হোক, BJP নেতা তথা আলিগড়ের মেয়র শকুন্তলা ভারতী যে মন্তব্য করেছেন, তাকে অপদার্থতা ছাড়া আর কিছুই বলা যায় না।
আলিগড়ের ধরমজ্যোতি মহাবিদ্যালয়ে প্রবীণ বিজেপি নেতা অটল বিহারী বাজপেয়ীর ৯২তম জন্মদিন পালনের অনুষ্ঠানে ছাত্রদের উদ্দেশে ভাষণ দিতে গিয়ে ভারতী বলেন, 'ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়িজী আর আমাদের মধ্যে নেই। তবে তাঁর স্মৃতিগুলি রয়ে গিয়েছে।' এই মন্তব্যে যারপরনাই চূড়ান্ত অস্বস্তিতে পড়েন দলের অন্যান্যরা।
আলিগড়ের জেলা পঞ্চায়েতের সদস্য নরেন্দ্র পচৌরি এই মন্তব্যের তীব্র নিন্দা করে বলেছেন, 'এ ধরনের বিবৃতি একেবারেই মেনে নেওয়া যায় না। ভারতী যদি এতটাই অজ্ঞ হন, তাহলে ভবিষ্যতে তাঁর আর জনসমক্ষে বক্তৃতা দেওয়া উচিত না।' পরে ভুল স্বীকার করে ক্ষমা চেয়ে নেন বিতর্কিত BJP নেতা। এর আগেও নানা বিতর্কে জড়িয়েছেন ভারতী। তাঁর বিরুদ্ধে সাম্প্রদায়িক হিংসায় মদত দেওয়ারও অভিযোগ উঠেছে।-এই সময়
২৬ ডিসেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/এইচএস/কেএস