আন্তর্জাতিক ডেস্ক : দক্ষিণ চীন সাগর নিয়ে অস্থিরতা এখনও জারি। তার মধ্যেই তাইওয়ান ও ফিলিপাইন নিয়ন্ত্রিত দক্ষিণ চীন সাগরে ঢুকে পড়ল এক ঝাঁক চীনা যুদ্ধজাহাজ। যেগুলো দক্ষিণ চীন সাগরের প্রায় অর্ধেকটা ঘিরে ফেলেছে বলে খবর।
সোমবার দক্ষিণ তাইওয়ান পেরিয়ে চীনের যুদ্ধজাহাজের এই আগমনকে রুটিন কার্যকলাপ হিসেবেই বর্ণনা করেছে চীনের প্রতিরক্ষা দপ্তর। চীনের প্রতিরক্ষা সূত্রে খবর, এয়ারক্রাফট কেরিয়ার লিয়াওনইং যার সঙ্গে পাঁচটি যুদ্ধজাহাজ রয়েছে, সোমবার দুপুর নাগাদ প্রটাস দ্বীপপুঞ্জের দক্ষিণ-পূর্ব সীমান্ত অতিক্রম করে।
এই অংশটার ওপরই তাইওয়ানের নিয়ন্ত্রণ রয়েছে। চীনের এই যুদ্ধজাহাজ সোমবার সকালে দক্ষিণ তাইওয়ানের একেবারে দক্ষিণ দিকে বাশি চ্যানেল অতিক্রম করে। এই জায়গাটি তাইওয়ান এবং ফিলিপাইনের মধ্যে অবস্থিত। চীনের এই আগ্রাসনের কারণে নতুন করে উত্তেজনা সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা।
চীনা প্রতিরক্ষার এক মুখপত্র চেং-চুঙ-চি জানিয়েছেন, প্রতিরক্ষা ক্ষেত্রে সজাগ, সতর্ক থাকাই তাদের নীতি। এই কার্যকলাপ তারই অংশ। যদিও তিনি কোনও ডুবোজাহাজ ওই অংশে মোতায়েন করা হয়েছে কিনা, সেবিষয় মন্তব্য করতে রাজি হননি। চীনের এক সংবাদপত্রের দাবি, এর মাধ্যমে কেরিয়ারগুলো এখন আগের চেয়ে কতটা কর্মদক্ষ সেটাই পরীক্ষা করে দেখা হচ্ছিল।
২৬ ডিসেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/এসএস