আন্তর্জাতিক ডেস্ক : বছরের শেষ বেলায় দারুণ খবর। ভারতে সোনার দাম অনেকটা কমে গেল। ২০১৬ সালে এত সস্তা কখনও হয়নি সোনা। শুধু সোনা নয়, ভারতে রুপোর দামও এক লাফে অনেকটা কমে গেল সোমবার।
হিসাব বলছে, গত ১১ মাসে এতটা সস্তা হয়নি সোনা। ১০ গ্রাম সোনার দাম হয়েছে ২৭ হাজার ৫৫০ টাকা। কমল প্রতি ১০ গ্রামে ২৫০ টাকা। একই সঙ্গে ২১০ টাকা কমে রুপোর দাম হয়েছে কিলো প্রতি ৩৮ হাজার ৬০০ টাকা।
গয়নার বাজারে মন্দার কারণেই সোনা, রুপোর দাম কমেছে বলে মনে করা হচ্ছে। ৮ নভেম্বর ভারত সরকারের নোটবাতিল হওয়ার পর থেকেই ভারতের আর্থিক বাজার অনেকটাই দিশেহারা। বিনিয়োগকারীরা আন্দাজ করতে পারছেন না, কী হতে পারে সরকারের পদক্ষেপ।
সেই পদক্ষেপের কেমন প্রভাব পড়বে বাজারে তা নিয়েও নানা অনিশ্চয়তা। এরই প্রভাবে সোমবার দুপুরে ২৭ হাজারের ঘর ছুঁলো সোনা। এখানেই শেষ নয়, বিশেষজ্ঞরা মনে করছেন, আরও কিছু দিন সোনার দাম এই রকম কমের দিকে থাকবে। আরও কয়েক মাস সস্তায় কেনা যাবে সোনা, রুপোর গয়না।
২৬ ডিসেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/এসএস