আন্তর্জাতিক ডেস্ক: জমির বিবাদের জেরে ভয়াবহ দুর্ঘটনার মুখে পড়তে হল ৯জন মহিলাকে৷ যার মধ্যে আবার একজন নাবালিকা। পাঞ্জাবের কাপুরথালা এলাকায় এ ঘটনা ঘটে। সূত্রের খবর, ভুই গ্রামের মোড়ল বিনোদ সেহগাল এবং গ্রামের স্থানীয় এক পরিবারের মধ্যে জমি নিয়ে বিবাদের বাঁধে৷ পরিবারের দাবি ছিল, সেই সম্পতি তাদের। কিন্তু মোড়ল জানান, জমিটি পঞ্চায়েতের অধীন৷ তাই সেখানে কমিউনিটি সেন্টার তৈরির ভাবনা চিন্তা করছেন তাঁরা।
জমিকে কেন্দ্র করে পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে শুরু হয় অ্যাসিড ছোড়াছুড়ি৷ ঘটনাস্থলে উপস্থিত সাতজন মহিলার দেহে গিয়ে পড়ে সেই অ্যাসিড৷ যার মধ্যে ছিলেন মোড়লের স্ত্রী রীনা সেহগালও৷ সেই পরিবারের দুই মহিলার গায়েও অ্যাসিড ছোড়া হয়৷ গুরুতর আহত অবস্থায় তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়৷ চিকিৎসকরা জানিয়েছেন, বিপদমুক্ত তাঁরা৷ আপাতত সকলের অবস্থাই স্থিতিশীল।
পুলিশের তরফে জানানো হয়েছে, অ্যাসিড আক্রমণের ঘটনায় দু’পক্ষই পরস্পরের দিকে অভিযোগের আঙুল তুলেছে। তবে পুলিশ বচসায় জড়ানো ওই পরিবারের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। গোটা ঘটনার লিখিত অভিযোগ জমা পড়েছে থানায়।-সংবাদ প্রতিদিন
২৭ ডিসেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/সবুজ/এসএ