মঙ্গলবার, ২৭ ডিসেম্বর, ২০১৬, ০২:৩২:৪৪

আন্তর্জাতিক স্তরে অস্থিরতা, দক্ষিণ চীন সাগরে এক ঝাঁক যুদ্ধজাহাজ

আন্তর্জাতিক স্তরে অস্থিরতা, দক্ষিণ চীন সাগরে এক ঝাঁক যুদ্ধজাহাজ

আন্তর্জাতিক ডেস্ক: আন্তর্জাতিক স্তরে অস্থিরতার মাঝেই দক্ষিণ চীন সাগরে ঢুকে পড়ল এক ঝাঁক চীনা যুদ্ধজাহাজ। সে দেশের সংস্থার তৈরি যুদ্ধ জাহাজগুলো দক্ষিণ চীন সাগরের প্রায় অর্ধেকাংশ ঘিরে ফেলেছে। সোমবার দক্ষিণ তাইওয়ান পেরিয়ে চীনের যুদ্ধজাহাজের এ ধরনের কার্যকলাপকে সাধারণ রুটিন কার্যকলাপ হিসেবেই বর্ণনা করেছে চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়।

চীনের এ ধরনের কর্মকাণ্ড ঠিক তখনই ঘটল যখন আন্তর্জাতিক স্তরে স্বশাসিত তাইওয়ানকে বেজিং নিজস্ব সম্পত্তি হিসেবে দাবি করে অস্থিরতা আরও একধাপ বাড়িয়ে দিয়েছে। চীনের প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে খবর, এয়ারক্রাফ্ট কেরিয়ার লিয়াওনইং যার সঙ্গে পাঁচটি যুদ্ধজাহাজ রয়েছে, সোমবার দুপুর নাগাদ প্রটাস দ্বীপপুঞ্জের দক্ষিণ-পূর্ব সীমান্ত অতিক্রম করে।

এই অংশটার ওপরই তাইওয়ানের নিয়ন্ত্রণ রয়েছে। চীনের এই যুদ্ধজাহাজ সোমবার সকালে দক্ষিণ তাইওয়ানের একেবারে দক্ষিণ দিকে বাশি চ্যানেল অতিক্রম করে। এই জায়গাটি তাইওয়ান এবং ফিলিপিন্সের মধ্যে অবস্থিত।

চীনা প্রতিরক্ষা মন্ত্রকের এক মুখপত্র, চেং-চুঙ-চি জানিয়েছেন, প্রতিরক্ষা ক্ষেত্রে সজাগ, সতর্ক থাকাই তাঁদের নীতি, এবং আজকের এই কার্যকলাপ তারই অংশ। যদিও তিনি কোনও ডুবোজাহাজ ওই অংশে মোতায়েন করা হয়েছে কিনা, সে বিষয় মন্তব্য করতে রাজি হননি।

চিনের এক সংবাদপত্রের দাবি, এর মাধ্যমে কেরিয়ারগুলো এখন আগের চেয়ে কতটা কর্মদক্ষ সেটাই পরীক্ষা করে দেখা হচ্ছিল। তবে ওই সংবাদপত্রে আরও দাবি করা হয়েছে, এক সময় প্রশান্ত মহাসাগরে চীনা যুদ্ধজাহাজ দেখতে পাওয়া যাবে। সেদিন মেরিটাইম আইন বদলে যাবে।-এবিপি আনন্দ

২৭ ডিসেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/সবুজ/এসএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে