আন্তর্জাতিক ডেস্ক : ভারতে জেট এয়ারওয়েজের মুম্বাইগামী একটি বিমান আজ সকালে ডাবোলিম বিমানবন্দর থেকে ওড়ার সময় রানওয়ে থেকে হঠাত্ পিছলে যায়। বিমানটিতে ১৬১জন যাত্রী ছিল। ঘটনায় বিমানের মধ্যে থাকা যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন। আতঙ্কে বিমানের মধ্যে হুড়োহুড়ি শুরু হয়ে যায়। ১৫ জন যাত্রীর আহত হওয়ার খবর পাওয়া গিয়েছে।
আজ ভোর পাঁচটা নাগাদ বিমানবন্দর থেকে বিমানটি ছাড়ার সময় এই ঘটনাটি ঘটে। জেট এয়ারওয়েজের বিমান 9W 2374 দুবাই থেকে গোয়া হয়ে মুম্বই যাচ্ছিল। ঠিক টেক-অফের সময় বিমানটি রানওয়ে থেকে পিছলে যায়।
এক প্রত্যক্ষদর্শীর বয়ান অনুযায়ী, যখন বিমানটি খালি করা হচ্ছিল, তখনই সামনে দিকে হেলে গিয়েছিল বিমানটি। নৌ বাহিনী সূত্রে খবর, বিমানটি সামনে হেলে যাওয়ায় আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। নৌ বাহিনী এসে উদ্ধার কাজে হাত লাগায়। জেট কর্তৃপক্ষের তরফে চিকিত্সকের একটি দলও পাঠানো হয়েছে।
বিমানে ১৫৪ জন যাত্রী ছিল। এছাড়া সাত জন বিমানকর্মী ছিল। আজ দুপুর সাড়ে বারোটা পর্যন্ত ডাবোলিম বিমানবন্দরের পরিষেবা বন্ধ রাখা হয়েছে। -এবিপি আনন্দ।
২৭ ডিসেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম