মঙ্গলবার, ২৭ ডিসেম্বর, ২০১৬, ০১:৫০:১০

ভারতের নাকের ডগায় চীন-নেপাল সামরিক মহড়ার প্রস্তুতি, ঘুম হারাম দিল্লির

ভারতের নাকের ডগায় চীন-নেপাল সামরিক মহড়ার প্রস্তুতি, ঘুম হারাম দিল্লির

আন্তর্জাতিক ডেস্ক : নতুন বছরের শুরুতেই চীনের সঙ্গে যৌথ সেনা মহড়া করতে যাচ্ছে নেপাল। এই যৌথ মহড়ার নাম দেওয়া হয়েছে ‘প্রতিকার’। যা ইতিমধ্যে বেশ অস্বস্থিতে ফেলেছে ভারতকে। কারণ এতদিন ভারতের সঙ্গে সু-সম্পর্ক বজায় রাখার পরে বর্তমানে চীনের দিকে বেশি ঝুঁকছে নেপাল।

যদিও এই যৌথ মহড়া নিয়ে ভারতের বিব্রত হওয়ার কিছু নেই বলেই দাবি করেছেন ভারতে নেপালের রাষ্ট্রদূত দীপ উপাধ্যায়। তিনি জানিয়েছেন, যাতে মাওবাদীদের সঙ্গে মোকাবিলা করা যায় সেই কারণে অতীতেও এমন বহু যৌথ মহড়া করেছে নেপাল। ফলে ভারতের সঙ্গে নেপালের যে বিশেষ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তা বজায় থাকবে বলেই জানিয়েছেন তিনি।

সন্ত্রাস দমনে দেশের সেনা বাহিনীর শক্তি বৃদ্ধিতে আগেও এমন যৌথ মহড়া করেছে নেপাল। এমনকি গত দশবছর ধরে প্রতিবছর নেপালের সঙ্গে যৌথ সেনা মহড়া করে আসছে ভারতও।

নেপালকে বিভিন্ন সময় সামরিক সরঞ্জাম, সামরিক কৌশল ও সমরাস্ত্রেরও যোগান দিয়েছে ভারত। শুধু তাই নয়, ভারতীয় সেনাতে কাজ করে প্রায় ৩২ হাজার নেপালি গোর্খা।

এমনকি ভারতীয় সেনা থেকে পেনশন পান প্রায় দেড় লক্ষ নেপালি সেনা। তবে নেপালের সঙ্গে তাদের যৌথ মহড়ায় ভারতের নাক গলানো নিয়ে বেশ ক্ষুব্ধ চীন। তাদের সংবাদ মাধ্যমে নয়াদিল্লিকে হুঁশিয়ারিও দিয়েছে বেইজিং। সূত্র: টাইমস অব ইন্ডিয়া
২৭ ডিসেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে