বুধবার, ২৮ ডিসেম্বর, ২০১৬, ০৪:৫৪:২৫

মিসরে নতুন রহস্য, মাটি সরাতেই নকশি দেয়াল!

মিসরে নতুন রহস্য, মাটি সরাতেই নকশি দেয়াল!

আন্তর্জাতিক ডেস্ক: মিসরে আরও একটি রহস্য! প্রায় সাড়ে ৪ হাজার বছরের প্রাচীন রহস্য। রহস্যের মূলে একটি দেয়াল। যাবতীয় রহস্য ঘনিয়েছে দেয়ালটিকে ঘিরেই। প্রত্নতাত্ত্বিকরা গবেষণার জন্য খননকার্য চালাতে গিয়েই দেয়ালটির খোঁজ মিলেছে। দেয়াল ভাঙলেই আবিষ্কার হতে পারে কোনও ফ্যারাওর মমি। হারিয়ে যাওয়া কোনও ফ্যারাও।

ইউনিভার্সিটি অফ বার্মিংহামের একদল গবেষক খননকার্য চালাচ্ছিলেন নীল নদের পশ্চিম উপত্যকায় কুবেত এল হাওয়া-য়। মিশরের প্রাচীন স্থাপত্য ছড়িয়ে রয়েছে এই জায়গাটিতেও। সেখানেই মাটির তলায় মিলেছে একটি দেওয়াল। গবেষকরা পরীক্ষা করে দেখেছেন, দেওয়ালটির বয়স কম করে ৪ হাজার ২০০ বছর। দেওলাটি আসলে একটি সমাধি। গবেষকদের ধারণা, একটি নয়, রয়েছে দুটি সমাধি। প্রাচীন মিশরের শাসক হারখুফ ও হেকিবের মমি রয়েছে।

সমাধিটি একেবারে ফ্যারাওদের স্টাইলে। অতএব, কোনও হারিয়ে যাওয়ার ফ্যারাওর খোঁজ মেলার আশা প্রবল। ২২৭৮ খ্রিস্টপূর্বাব্দের মধ্যেই তৈরি করা হয়েছিল সমাধিটি। প্রসঙ্গত, চলতি বছরে ওই এলাকাতেই ৩ হাজার ৮০০ বছরের প্রাচীন একটি মমি উদ্ধার হয়েছে।-এই সময়

২৮ ডিসেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/সবুজ/এসএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে