বুধবার, ২৮ ডিসেম্বর, ২০১৬, ১১:৪৪:২০

নাগরিকত্ব পেল রাখাইনের ৩২ হাজার অধিবাসী

নাগরিকত্ব পেল রাখাইনের ৩২ হাজার অধিবাসী

আন্তর্জাতিক ডেস্ক : মায়ানমারের রাখাইন প্রদেশের ৩২ হাজারেরও বেশি অধিবাসীকে আনুষ্ঠানিকভাবে নাগরিকত্ব দেওয়া হয়েছে।

মঙ্গলবার দেশটির প্রাদেশিক কাউন্সিলর কার্যালয় থেকে দেয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে আনুষ্ঠানিক জাতীয় যাচাইকরণ পরিচয়পত্র (ন্যাশনাল আইডি) দেয়ার এই তথ্য জানানো হয়।

রাখাইনে সাময়িক পরিচয়পত্র সমর্পনকারী ৪৬৯,১৮৩ জনের মধ্যে ৩২,০১৬ জনকে ২৩ ডিসেম্বর আনুষ্ঠানিক পরিচয়পত্র প্রদান করা হয় বলে কাউন্সিলর কার্যালয়ের তথ্য কমিটি জানিয়েছে।

১৯৮২ সালে জারি হাওয়া মিয়ানমারের নাগরিকত্ব আইনের অধীনে দেওয়া মেয়াদোত্তীর্ণ সাময়িক পরিচয়পত্র জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল।

বিজ্ঞপ্তিতে বলা হয়, যদি তারা মিয়ানমারের নাগরিক হিসেবে স্বীকৃত হয়ে থাকেন তবে তাদের দেশের অধিবাসী হিসেবে নতুন পরিচয়পত্র নিতে হবে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, রাখাইন প্রদেশে সাময়িক পরিচয়পত্রধারী ৭৫৯,৬৭২ জন অধিবাসী রয়েছেন।

মিয়ানমারের অভিবাসন কর্তৃপক্ষ ২০১৫ সালের ১ জুন থেকে সাময়িক পরিচয়পত্রের বদলে আনুষ্ঠানিক জাতীয় যাচাইকরণ পরিচয়পত্র (ন্যাশনাল আইডি) দেওয়া শুরু করে। সূত্র: ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিস
২৮ ডিসেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে