বুধবার, ২৮ ডিসেম্বর, ২০১৬, ০১:৩৪:০২

মিথ্যে অভিযোগে ফিলিস্তিনি এমপিকে গৃহবন্দি করল ইসরায়েল!

মিথ্যে অভিযোগে ফিলিস্তিনি এমপিকে গৃহবন্দি করল ইসরায়েল!

আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েলি পার্লামেন্ট নেসেটের এক ফিলিস্তিনি সদস্যকে গৃহবন্দি করে রেখেছে নিরাপত্তা বাহিনী। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি ইসরায়েলের কারাগারে আটক ফিলিস্তিনি বন্দিদের কাছে মোবাইল ফোন ও সিম সরবরাহ করেছেন।

মঙ্গলবার ইসরায়েলের রাজধানী তেল আবিবের নিকটবর্তী শহর রিশন লিজিয়নের একটি আদালতে নেসেট সদস্য বাসেল ঘাট্টাসকে গৃহবন্দি রেখে অভিযোগ তদন্তের নির্দেশ দেন।

গত সপ্তাহে ঘাট্টাসসহ নেসেটের ফিলিস্তিনি সদস্যরা নিজেদের আইনি সুরক্ষা তুলে নেন। এরপর তাকে আটক করে ছয়দিন ধরে জিজ্ঞাসাবাদ করা হয়। ইসরায়েলের নেসেটে ১৩ জন ফিলিস্তিনি সদস্য রয়েছেন।

ইসরায়েলি পুলিশের মুখপাত্র মিকি রোজেনফিল্ড বলেন, ‘গৃহবন্দি থাকার সময়ে তার ওপর বেশকিছু নিষেধাজ্ঞা জারি থাকবে। আগামী ছয় মাসে তাকে কোনও কারাগারেও যেতে দেওয়া হবে না।’

ঘাট্টাস জানিয়েছেন, তিনি ওই অভিযোগ অস্বীকার করেন এবং এর বিরুদ্ধে আদালতে লড়বেন বলে জানিয়েছেন। তিনি আরও জানান, কোনও বেআইনি কাজ তিনি করেননি।

এর আগে ফেসবুকে প্রকাশিত এক ভিডিওতে ঘাট্টাস বলেন, ‘ইসায়েলি কারাগারে আটক ফিলিস্তিনিদের বিষয়টি তদারকি করাটা তার মানবিক দায়িত্ব। আর ওই আটক ব্যক্তিদের ন্যায় বিচার পাওয়ার নৈতিক অধিকার রয়েছে। সূত্র: আল-জাজিরা।
২৮ ডিসেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে