আন্তর্জাতিক ডেস্ক : ইজরায়েল নিয়ে অশান্তির মেঘ ক্রমশ ঘনীভূত হচ্ছে। সেই ব্যাপারে কথা বলতেই ফোনে আলোচনা সারলেন উত্তরসূরি ও পূর্বসূরি। ইজরায়েলের শান্তি প্রক্রিয়া নিয়ে কথা বলতে বুধবার নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ফোন করেছিলেন বারাক ওবারাম।
হোয়াইট হাউজ সূত্রে একটি বিবৃতিতে জানানো হয়েছে, ‘নির্বাচনের পর বেশ কয়েকবার কথা হয়েছে ট্রাম্প এবং ওবামার। প্রতিটিই সফল হয়েছে। এবারের কথোপকখনও তার ব্যতিক্রম নয়।’ গত ২৩ ডিসেম্বর দীর্ঘদিনের রীতি ভেঙে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ইজরায়েলি বসতিবিরোধী প্রস্তাবে ভেটো না দিয়ে নীরব ভূমিকা পালন করে যুক্তরাষ্ট্র।
এর পরবর্তী প্রভাব কী হতে পারে এবং এই ভোটদান থেকে বিরত থাকার জন্য কোনও সমস্যা তৈরি হলে কীভাবে তার মোকাবিলা করতে হবে, সেই নিয়ে দীর্ঘ সময় ধরে আলোচনা হয় দু’জনের মধ্যে। হোয়াইট হাউজ জানিয়েছে, এই সমস্যা মোকাবিলার জন্য দু’জনেই নিজেদের মধ্যে পরবর্তীকালে বৈঠক করার ব্যাপারে সহমত হয়েছেন।
বৈঠকের পরে ট্রাম্প জানিয়েছেন, ‘আলোচনা ফলপ্রসূ হয়েছে।’ ইজরায়েলের জনগণের প্রতি ট্রাম্পের বার্তা, ‘আমেরিকা সব সময় আপনাদের ভাল বন্ধু ছিল, ভবিষ্যতেও থাকবে। আপনাদের সংকটময় মুহূর্তে শক্ত হাতে দেশের হাল ধরতে হবে। বিশ্বের দরবারে ইজরায়েলের যথেষ্ট গুরুত্ব আছে। আপনাদের কেউই হাল্কা ভাবে দেখবে না।’
২৯ ডিসেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/এসএস