বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর, ২০১৬, ০৬:৩১:১১

ওবামা ক্ষমতা হস্তান্তরে বাধ সাধছেন: ট্রাম্প

ওবামা ক্ষমতা হস্তান্তরে বাধ সাধছেন: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা নব নির্বাচিত প্রেসিডেন্টের নিকট ক্ষমতা হস্তান্তরে বাধ সাধছেন বলে অভিযোগ করেছেন ডোনাল্ড ট্রাম্প। বুধবার এক টুইট বার্তায় তিনি এ অভিযোগ তোলেন।
 
তিনি টুইটে লিখেন, ওবামা ক্ষমতা হস্তান্তরে বাধ সাধছেন। তবে তিনি না চাইলেও সঠিকভাবে হবে ক্ষমতা হস্তান্তর।
 
এরপরই ডোনাল্ড ট্রাম্পকে ফোন করেন বারাক ওবামা। ওবামার ফোন পাওয়ার পর সাংবাদিকদের সামনে সুর বদলান ট্রাম্প। এসময় ট্রাম্প জাতিসংঘের সমালোচনাও করেন।

হোয়াইট হাউজ সূত্রে জানানো হয়েছে, ‘‌নির্বাচনের পর বেশ কয়েকবার কথা হয়েছে ট্রাম্প এবং ওবামার। প্রতিটিই সফল হয়েছে। এবারের কথোপকখনও তার ব্যতিক্রম নয়।’‌

ওবামার সাথে কথা বলার পর ট্রাম্প জানিয়েছেন, ‘‌আলোচনা ফলপ্রসূ হয়েছে।’ সম্প্রতি দীর্ঘদিনের রীতি ভেঙে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ইজরায়েলি বসতিবিরোধী প্রস্তাবে ভেটো না দিয়ে নীরব ভূমিকা পালন করে যুক্তরাষ্ট্র।

এর পরবর্তী প্রভাব কী হতে পারে এবং এই ভোটদান থেকে বিরত থাকার জন্য কোনও সমস্যা তৈরি হলে কীভাবে তার মোকাবিলা করতে হবে, সেই নিয়ে দীর্ঘ সময় ধরে আলোচনা হয় দু’‌জনের মধ্যে। হোয়াইট হাউজ জানিয়েছে, এই সমস্যা মোকাবিলার জন্য দু’‌জনেই নিজেদের মধ্যে পরবর্তীকালে বৈঠক করার ব্যাপারে সহমত হয়েছেন।

২৯ ডিসেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে