বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর, ২০১৬, ০৯:০৭:০৩

‘কাশ্মীরের স্বাধীনতার কোনও স্পষ্ট দিশা নেই’

‘কাশ্মীরের স্বাধীনতার কোনও স্পষ্ট দিশা নেই’

আন্তর্জাতিক ডেস্ক : হিংসার রাস্তা থেকে কাশ্মীরিদের ফিরে আসতে আহ্বান জানালেন কাশ্মীর সরকারের বিশিষ্ট আমলা শাহ ফায়সাল। ভারতকেই কাশ্মীরিদের দেশ হিসেবে মেনে নেওয়ার উচিত বলে মন্তব্য করলেন ফায়সাল। কারণ ভারতই দুনিয়ার একমাত্র দেশ ‌যেখানে সংস্কৃতিগতভাব পৃথক হলেও মানুষ শান্তিতে বসাবাস করেন।

কে এই শাহ ফায়সাল তা একটু বলে নেওয়া উচিত। ২০০৯ সালে আইএস পরীক্ষায় ভারতে শীর্ষস্থান করেছিলেন শাহ ফায়সাল। আদতে এমবিবিএস হলেও তিনি শেষ প‌র্যন্ত সিভিল সার্ভিস পরীক্ষা দিয়ে আমলা হিসেবে রাজ্য সরকারের চাকরিতে ‌যোগ দেন।

একটি টিভি চ্যানেলের একটি সম্প্রচারের প্রতিবাদ করে খবরে ফের উঠে আসেন। বুরহান ওয়ানি ও তার ছবি পাশাপাশি দেখিয়ে বলা হচ্ছিল, এক জন ভালো কাশ্মীরি ও একজন খারাপ কাশ্মীরি। ওই সম্প্রচারের প্রতিবাদ করেন ফায়সাল।

গত বুধবার এক সর্বভারতীয় দৈনিকে এক নিবন্ধে শাহ ফয়সল লিখেছেন কাশ্মীরের আজাদির কোনও স্পষ্ট দিশা নেই। এই ধারণার মধ্যেই গোলমাল রয়েছে। ফয়সলের প্রশ্ন, এটা কি ভারত থেকে বিচ্ছিন্ন হয়ে পাকিস্তানে ‌যোগ দেওয়া ? নাকি পৃথক দেশ হিসেবে আত্মপ্রকাশ করা তা স্পষ্ট নয়।

ফায়সালের কথায়, বিশ্ব বাণিজ্য কেন্দ্রে হামলার পর দুনিয়ায় বিচ্ছিন্নতাবাদ ও সন্ত্রাসবাদের সঙ্গে কোনও পার্থক্য করা হচ্ছে না। বুরহান ওয়ানির মৃত্যুর পর কাশ্মীরে গোলমালের মধ্যে ‌যারা স্কুলে আগুন দিয়েছে তাদের ক্রিমিনাল বলে মন্তব্য করেছেন ফায়সাল। পাশাপাশি তিনি এও বলেছেন, কাশ্মীর ‌যদি নতুন দেশ হিসেবে আত্মপ্রকাশ করতে না পারে তার জন্য ভারত সরকারকে দায়ী করা ‌যায় না।

২৯ ডিসেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে