আন্তর্জাতিক ডেস্ক : দেশকে ভালবাসা খুব ভাল, কিন্তু অন্ধ জাতীয়তাবাদ দেশের গণতন্ত্রের পক্ষে ক্ষতিকর বলে মন্তব্য করেছেন ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি। কেরেলার তিরুঅনন্তপুরমে ভারতীয় ইতিহাস কংগ্রেসের উদ্বোধনী বক্তৃতায় তিনি একথা বলেন।
তিনি বলেন, প্রশ্ন, সন্দেহ, আদর্শের ভিন্নতা থাকা উচিত। এগুলি গণতন্ত্রের স্তম্ভ। অনেকেই নিজের মত প্রতিষ্ঠা করার জন্য জাতীয়বাদের পক্ষ নিতে গিয়ে অন্ধত্ব করে বসছেন, যা সমাজকে পিছিয়ে দিচ্ছে। ভারতের ইতিহাস জুড়ে আছে বহুত্ববাদের কথা। ভারতীয়দের পরিচিতি তার্কিক হিসেবে, অসহিষ্ণু হিসেবে নয়। এ কথা ঠিক, নানা সময়ে গোঁড়া ভাবনা চাপিয়ে দেওয়ার চেষ্টা হয়েছে। কিন্তু বৃহত্তর ভারতের প্রেক্ষিতে এই প্রবণতা দেশের সমাজ ব্যবস্থাকে সুস্থতা দিতে পারে না।
প্রণব মুখার্জি বলেন, যত এই ঘটনা বাড়বে, ভারত ততই তার বৈচিত্র্যের ইতিহাস থেকে দূরে সরে আসবে। সেই জন্যই ভিন্নতা চাপিয়ে দেওয়া নয়, চাই খোলামেলা আলোচনা। বিশেষত ইতিহাস বিষয়ক আলোচনাতেও এই পরিবেশ দরকার। মনে রাখতে হবে, ইতিহাস থেকেই বর্তমানের পড়ুয়ারা জানতে পারে, অতীতে কী ভুল হয়েছিল। কত রকমের মত ছিল প্রাচীন ভারতে। ইতিহাসবিদরা যদি নিরপেক্ষ ভাবে ভারতের এই ইতিহাসকে তুলে ধরেন, তাহলেই ভবিষ্যৎ সঠিক তথ্য জানতে পারবে। ভারতীয় ঐতিহাসিকরা এই কাজটা দীর্ঘদিন ধরেই সাফল্যের সঙ্গে করেছেন। আশা, একই নিরপেক্ষ অবস্থান থেকে কাজ করবেন।
২৯ ডিসেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/এসএস