আন্তর্জাতিক ডেস্ক : দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে উদ্দেশ্য করে জুতো ছোড়ার জন্য হরিয়ানার রোহতকে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। অতীতে তার উদ্দেশ্য কখনও জুতা, কখনও বা মুখে কালি মাখানোর ঘটনার নজির রয়েছে। এবার নোটবাতিলের বিরুদ্ধে সমাবেশে বক্তৃতা দেওয়ার সময়ে কেজরিওয়ালের দিকে ছুটে এলো জুতা। খবর এবেলার।
রোববার রোহতকে আপ-প্রধান অরবিন্দ কেজরিওয়াল নোটবাতিলের বিরোধিতায় এক দলীয় সমাবেশে বক্তব্য রাখছিলেন। আচমকাই তার দিকে ছুটে আসে একটি জুতা। একটুর জন্য সেই জুতো তার গায়ে না লেগে পাশ দিয়ে বেরিয়ে যায়।
জানা গিয়েছে, মঞ্চের সামনের দিকে সাংবাদিকদের জন্য নির্ধারিত আসনে বসে ছিলেন বিকাশ কুমার নামে এক যুবক। তিনিই জুতা ছোড়েন। ওই যুবকের বাড়ি দাদরিতে। জুতা ছোড়ার সঙ্গে সঙ্গেই আপ সমর্থকরা ওই যুবককে ধরে ফেলেন। কিছুক্ষণ মারধরও চলে। পরে পুলিশ গ্রেফতার করে ওই যুবককে।
এই ঘটনায় অরবিন্দ কেজরিওয়াল সরাসরি বিজেপিকেই দায়ী করেন। শুধু বিজেপিই নয়, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নাম করেও এই ঘটনায় সমালোচনা করেন। এদিন কেজরিওয়াল নোটবাতিল নিয়ে ‘শ্বেতপত্র’ প্রকাশের দাবি জানান।
নোটবাতিলকে ‘দুর্নীতির সেরা দুর্নীতি’ বলেও মন্তব্য করেন আপ-প্রধান। এই সময়েই তার দিকে ছুটে আসে জুতা। কিছুক্ষণ বন্ধ থাকে বক্তব্য। এর পরেই তিনি বলেন, ‘আমি একবার বলেছিলাম যে, মোদি ভীতু। এটা সেই কথাকেই সত্যি প্রমাণ করলো। নিজের আমার মুখোমুখি দাঁড়ানোর সাহস নেই। সেই কারণেই জুতা ছোড়ার লোক পাঠিয়েছেন। আমার সমানে মোদি এলে আমি প্রমাণ করে দেব— মোদি চোর, মোদী ঘুষখোর, মোদি পয়সা খান।’
০১ জানুয়ারি ২০১৭/এমটিনিউজ২৪/এসএস