আন্তর্জাতিক ডেস্ক: ২০১৭-র কেন্দ্রীয় বাজেট সময়ে পেশ করা নিয়ে চাপে পড়ে গেল এনডিএ সরকার। বিরোধীরা এককাট্টা। কেন্দ্র সরকার প্রতি বছর ফেব্রুয়ারির শেষ কাজের দিনে বাজেট পেশ করে থাকে। বহু বছর ধরে চলে আসছে এই রীতি। ২০১৭ সালে এই রীতির পরিবর্তন করে ফেব্রুয়ারির প্রথম দিনেই বাজেট পেশ করার প্রস্তুতি নিচ্ছিল নরেন্দ্র মোদী সরকার। কিন্তু বাধ সাধল নির্বাচন। বুধবার নির্বাচন কমিশন পাঁচ রাজ্যের নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করে দেয়। ৪ ফেব্রুয়ারি থেকে নির্বাচন শরু হয়ে সেই প্রক্রিয়া চলবে ১১ মার্চ পর্যন্ত। আদর্শ নির্বাচন আচরণবিধি লাগু হয়ে গিয়েছে বুধবার থেকেই। নিয়ম অনুযায়ী, নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত সরকার কোনও নীতিগত সিদ্ধান্ত ঘোষণা করতে পারবে না। মুখ্য নির্বাচন কমিশনার নসীম জৈদী জানিয়ে দেন, কেন্দ্র সরকারকেও এই নিয়মের আওতায় আসবে।
এই পরিস্থিতিতে, পাঁচ রাজ্যে নির্বাচন শুরুর আগে যাতে মোদী সরকার বাজেট পেশ করতে না পারে তার জন্য বৃহস্পতিবার নির্বাচন কমিশনের দারস্থ হয়েছে কংগ্রেস, তৃণমূল-সহ বিরোধী দলগুলি। নির্বাচন কমিশনের কাছে তাঁরা দাবি জানান, বিধানসভা নির্বাচনের আগে যেন কেন্দ্রীয় সরকার বাজেট পেশ করতে না পারে।
বিরোধীদের আপত্তির পরিপ্রেক্ষিতে অর্থমন্ত্রী অরুণ জেটলী বলে দিয়েছেন, রাজ্যের নির্বাচন ঘোষণার সঙ্গে বাজেট পেশ না করার কোনও সম্পর্ক নেই। লোকসভা নির্বাচনের আগেও অন্তর্বর্তী বাজেট পেশ করা হয়। এটা সাংবিধানিক প্রয়োজনীয়তা।
২০১২ সালে অবশ্য রাজ্যগুলির নির্বাচন শেষ হওয়ার পরেই বাজেট পেশ করা হয়েছিল। জেটলী জানিয়ে দেন, ‘এটা সবসময় মেনে চলতে হবে এমন কোনও নিয়ম নেই। ২০১৪ তে ভোটের আগে বাজেট পেশ হয়েছিল। কোনও রাজ্যে ভোটে হবে বলে কেন্দ্র সরকার সব কাজ থামিয়ে দিতে হবে?’
এখন বল নির্বাচন কমিশনের কোর্টে। তারা কী সিদ্ধান্ত নেয়, তার দিকেই তাকিয়ে নরেন্দ্র মোদী সরকার।-এবেলা
৫ জানুয়ারী,২০১৬/এমটি নিউজ২৪ ডটকম/সুমন/এইচএস/কেএস