আন্তর্জাতিক ডেস্ক : ভারতকে শিক্ষা দিতে পাকিস্তানকে পরমাণু অস্ত্র দিয়ে সাহায্য করবে চীন। চীনের সরকারি সংবাদমাধ্যম গ্লোবাল টাইমসের সম্পাদকীয় কলামে সম্প্রতি এ কথা উল্লেখ করা হয়েছে। অগ্নি-৪ ও অগ্নি-৫ এর মতো দূরপাল্লার মিসাইল যদি ভারত আরও তৈরি করে, তা হলে চীন যে হাত গুটিয়ে বসে থাকবে না, সে কথা স্পষ্ট করা হয়েছে। পাকিস্তানও যাতে সমান শক্তিশালী পরমাণু অস্ত্র তৈরি করতে পারে, সে জন্য চীন সবরকম ভাবে সাহায্য করবে বলে প্রচ্ছন্ন হুমকি দেওয়া হয়েছে।
সোমবারই ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল (আইসিবিএম) অগ্নি-৪ এর চূড়ান্ত পর্যায়ের সফল পরীক্ষামূলক উত্ক্ষেপণ করে ভারত। এরপরেই নিজেদের প্রতিক্রিয়ায় পাকিস্তানকে সাহায্য করার কথা জানান চীনা সংবাদমাধ্যম। সংবাদমাধ্যমকে বরাবরই নিজেদের মতামত জানাতে ব্যবহার করে চীন প্রশাসন। কূটনৈতিক বাধ্যবাধকতার জন্য যে সব কথা সরাসরি সরকারি ভাবে বলা যায় না, সে সব কথাই সংবাদমাধ্যমের সম্পাদকীয়তে প্রকাশ করে চীন। এবারও নয়াদিল্লিকে চাপে রাখতে সেই পথই নিলো বেইজিং।
গ্লোবাল টাইমসের সম্পাদকীয়তে বলা হয়েছে, 'ভারত একের পর আইসিবিএম-এর পরীক্ষা চালাচ্ছে। তাতে যদি জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিলের কোনও সমস্যা না থাকে, তো ঠিক আছে। কিন্তু আমরা চুপ করে বসে থাকব না। পাকিস্তানও যাতে আরও দূরপাল্লার পরমাণু মিসাইল তৈরি করতে পারে, তা চীন নিশ্চিত করবে।' অগ্মি-৪ ও অগ্নি-৫ এর পরীক্ষামূলক সফল উত্ক্ষেপণে বেইজিং যে স্পষ্টতই চাপে, তা বেশ ভালোই বোঝা যাচ্ছে। সে কারণেই নয়াদিল্লিকে হুমকি দিতে পাকিস্তানকে সাহায্য করার কথা তারা বলছে বলে মনে করছে বিশেষজ্ঞ মহল। ইন্ডিয়া টাইমস
০৫ জানুয়ারি ২০১৭/এমটিনিউজ২৪/এসএস