আন্তর্জাতিক ডেস্ক : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির চালেই বাজিমাত। পাকিস্তানে বসে আরব দেশগুলিতে ব্যবসা চালাতো আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিম। এবার সরাসরি সেই ব্যবসাতেই আঘাত হানলেন মোদি।
সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী দাউদ ইব্রাহিমের ১৫,০০০ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে সংযুক্ত আরব আমিরাত সরকার। ২০১৫ সালে আরব আমিরাত সফরে যান ভারতের প্রধানমন্ত্রী। তখনই দাউদের সম্পত্তির একটি হিসাব তুলে দেওয়া হয় সে দেশের সরকারের হাতে। তার পরেই ওই পদক্ষেপ নিলো দেশটির সরকার।
দাউদের সম্পত্তি বাজেয়াপ্ত করার খবর প্রকাশিত হওয়ার পরই ভারতের ক্ষমতাসীন দল বিজেপির পক্ষ থেকে ট্যুইট করা হয়, মোদির কূটনৈতিক চালেই কাত দাউদ। মাফিয়া ডনের ১৫,০০০ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। দলের পক্ষ থেকে দাবি করা হয়েছে মোদির আমিরাত সফরের সময়েই দাউদ সম্পর্কিত তথ্য সে দেশের সরকারের হাতে তুলে দেন। দাউদ বর্তমানে করাচিতে রয়েছে। টানা দুদশক চেষ্টা করেও তার নাগাল এখনও পায়নি।
দাউদ ইব্রাহিম ভারতের মুম্বাই এর সংগঠিত অপরাধ চক্রের প্রধান। তার সিন্ডিকেটের নাম হলো ডি কোম্পানি। তিনি সংগঠিত অপরাধের জন্য ইন্টারপোলের মোস্ট ওয়ান্টেড তালিকায় এবং মার্কিন সাময়িকী ফোর্বস-এর বিশ্বের শীর্ষ পলাতক অপরাধীদের ২০১১ এর তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন। ২০০৮ সালেও তিনি ফোর্বস-এর তালিকায় চতুর্থ স্থানে ছিলেন। এছাড়া ভারতীয় পুলিশের পলাতক অপরাধীদের তালিকায়ও তার নাম শীর্ষে।
০৫ জানুয়ারি ২০১৭/এমটিনিউজ২৪/এসএস