শুক্রবার, ০৬ জানুয়ারী, ২০১৭, ০৫:৩৩:৩০

সীমা লঙ্ঘন করেছে ভারত, জবাব দেবে চীন

সীমা লঙ্ঘন করেছে ভারত, জবাব দেবে চীন

আন্তর্জাতিক ডেস্ক : অগ্নি-৪ ও অগ্নি-৫ পরমাণু মিসাইলের ক্ষেত্রে নির্ধারিত সীমা লঙ্ঘন করা হয়েছে বলে অভিযোগ তুলেছে চীনা সংবাদমাধ্যম। শুধু ভারতেকেই না পাকিস্তানকেও সীমা লঙ্ঘনের কথা জানিয়েছে চীন।

সংবাদমাধ্যমের সূত্রের খবর, ভারত জাতিসংঘের সীমা লঙ্ঘন করে দীর্ঘ রেঞ্জের মিসাইল পরীক্ষা করেছে, ভারত ছাড়াও আরও বেশ কয়েকটি দেশও এই ঘটনা ঘটিয়েছে। এবার চীনের শাসক কমিউনিস্ট পার্টি পরিচালিত ট্যাবলয়েড গ্লোবাল টাইমস-এ বলা হয়েছে, পরমাণু অস্ত্র ও দূরপাল্লার ক্ষেপনাস্ত্র তৈরি সম্পর্কে ভারত জাতিসংঘের সীমা ভেঙেছে। আমেরিকা ও কিছু পশ্চিমী দেশ ভারতের পরমাণু প্রকল্প সম্পর্কেও নিয়ম শিথিল করেছে। নয়াদিল্লি এখনও তাদের পারমাণবিক সক্ষমতা নিয়ে সন্তুষ্ট নয়।

এখন আন্তর্মহাদেশীয় ব্যালেস্টিক ক্ষেপনাস্ত্র তৈরি করতে চাইছে ভারত, যা বিশ্বের যে কোনও জায়গায় আঘাত হানতে পারে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্য হওয়ার ক্ষেত্রেও ভারত যোগ্যতম বলে উল্লেখ করা হয়েছে, কারণ ভারতের পারমাণবিক শক্তি এবং অর্থনৈতিক ক্ষমতা দুটোই বেশি।

কয়েকদিন আগে অগ্নি-৫-এর সফল উতক্ষেপন করেছে ভারত, এই ক্ষেপনাস্ত্রের ক্ষমতা এত বেশি যে ৫০০০ কিলোমিটারেরও বেশি পথ অতিক্রম করতে পারবে এই মিসাইল এবং এশিয়া, ইউরোপ ইত্যাদি মহাদেশেও আঘাত হানতে পারে এই মিসাইল।

চীনের সংবাদ মাধ্যম গ্লোবাল টাইমস-এর বক্তব্য, পরমাণু কর্মসূচীর ব্যাপারে ভারতের মতোই সমান সুবিধা পাকিস্তানেরও থাকা উচিত। একইসঙ্গে পত্রিকায় হুশিয়ারি দেওয়া হয়েছে, ভারতকে এর জবাব স্বরুপ চীন তাদের বন্ধু দেশ পাকিস্তানকে দূর পাল্লার ক্ষেপনাস্ত্র তৈরির ব্যাপারে সাহায্য করবে।

০৬ জানুয়ারি ২০১৭/এমটিনিউজ২৪/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে