সোমবার, ০৯ জানুয়ারী, ২০১৭, ০২:১৮:৪৬

অবাক কান্ড! বিড়ি দিতে অস্বীকার করায় স্ত্রীকে ‘তালাক’ স্বামীর

অবাক কান্ড! বিড়ি দিতে অস্বীকার করায় স্ত্রীকে ‘তালাক’ স্বামীর

আন্তর্জাতিক ডেস্ক: প্রেম ভালোবাসার মধ্যে দিয়ে সাংসরিক জীবন শুরু হয়। আর যখন সাংসরিক জীবন থেকে প্রেম ভালোবাসা চলে যায় তখন সেই জায়গায় অশান্তি স্থান করে নেয়। গত ২৩ ডিসেম্বর শাহিদ তাঁকে তিন তালাক দেয়। কারণ, নারী তাঁর স্বামীকে এক প্যাকেট বিড়ি দেননি। শুধু তাই নয়, শাহিদ তাঁকে মারধরও করে বলে অভিযোগ ঔ নারী। বিড়ি দিতে অস্বীকার করায় স্ত্রীকে তিন তালাক দিল স্বামী। ঘটনাটি ঘটেছে হরিয়ানার ধকলপুরে।  

ঘটনার পরই স্বামীর বিরুদ্ধে নারী পুলিশের কাছে মামলা করেন শাহিদের স্ত্রী। সেখানে তিনি জানান, প্রথমে বিড়ির প্যাকেট কথা শাহিদ সন্তানদের জিজ্ঞেস করলে তারা জানায় মা রেখে দিয়েছে। এর পর স্ত্রীকে বিড়ির প্যাকেট সম্পর্কে জানতে চায় শাহিদ। নারী জানিয়ে দেন, বিড়ির প্যাকেট কোথায় তিনি জানেন না। এরপরই ক্ষিপ্ত শাহিদ তাঁকে তালাক দিয়ে মারধর করে বাড়ি থেকে বের করে দেয়।-এবিপি আনন্দ

০৯ জানুয়ারি ২০১৭/এমটিনিউজ২৪/সবুজ/এসএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে