আন্তর্জাতিক ডেস্ক : ভারতে মাল্টি ডায়মেনসানাল সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্সকে (সিআইএসএফ) মজবুত করতে ৩৫ হাজারেরও পুলিশকর্মী নিযুক্ত হতে চলেছে। রবিবার দেশটির সিআইএসএফের পূর্বঞ্চলের হেডকোয়ার্টারের উদ্বোধনে এসে এমনই ঘোষণা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং৷ তিনি জানিয়েছেন, এই নিয়োগের ফলে এই বহুমুখী ফোর্সের শক্তি বেড়ে দাঁড়াবে প্রায় এক লাখ আশি হাজার।
এতদিন কেবলমাত্র সরকারি শিল্প কেন্দ্রগুলির নিরাপত্তার কাজে ব্যবহার করা হত সিআইএসএফকে৷তবে এবার বাড়ান হয়েছে তাদের দায়িত্ব৷ স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, মাওবাদী অধ্যুষিত অঞ্চলেও ব্যবহার করা হচ্ছে তাদের৷ এছাড়া বিভিন্ন বন্দর, এয়ারপোর্ট, শক্তি উৎপাদন কেন্দ্র, পরমাণু কেন্দ্রের নিরাপত্তায়ও ব্যবহার করা হচ্ছে এই বহুমুখী পুলিশ বাহিনীকে৷ এই বাহিনীর শৌর্যের কথাও উল্লেখ করেছেন রাজনাথ সিং৷ তিনি জানিয়েছেন, যখনই রাষ্ট্রসংঘের পক্ষ থেকে কোনও দেশে শান্তি স্থাপনের জন্য ভারতের সাহায্য চাওয়া হয়, তখনই এই সিআইএসএফ বাহিনীর উপরই ভরসা করে কেন্দ্র। -কলকাতা২৪।
০৯ জানুয়ারী, ২০১৭/এমটিনিউজ২৪/সৈকত/এমএম