আন্তর্জাতিক ডেস্ক : মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রী মায়ের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। দেখা করেই টুইট করেন মোদী। লেখেন, ‘ভোর হওয়ার আগে মায়ের সঙ্গে প্রাতঃরাশ সারলাম। মায়ের সঙ্গে দারুণ সময় কাটালাম।’
মোদীর এই টুইট দেখেই দিল্লির মুখ্যমন্ত্রী মোদীকে একহাত নিলেন। অরবিন্দ কেজরীবাল লেখেন, ‘আমি তো আমার মায়ের সঙ্গে থাকি। রোজ ওনার আশীর্বাদ নিই। কিন্তু এই নিয়ে ঢেঁড়া পেটাই না।’
নোটবাতিলের পর প্রধানমন্ত্রীর মা ব্যাঙ্কের লাইনে দাঁড়িয়েছিলেন। সেই ছবিও সংবাদমাধ্যম ও সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। সেই নিয়েও কেজরীবাল কটাক্ষ করেন মোদীকে। লেখেন, ‘রাজনীতির জন্য আমার মা-কে আমি ব্যঙ্কের লাইনেও দাঁড় করাই না।’
এরই সঙ্গে কেজরীবাল মোদীকে এটাও মনে করিয়ে দিয়েছেন, ‘হিন্দু ধর্মে আর ভারতীয় সংস্কৃতিতে বলা হয়, আপনার বৃদ্ধা মা ও ধর্মপত্নীকে নিজের কাছে রাখতে হয়। প্রধানমন্ত্রীর বাসভবন তো অনেক বড়। আসলে এর জন্য বড় হৃদয়ও চাই।’
১০ জানুয়ারী, ২০১৭/এমটিনিউজ২৪/সৈকত/এমএম