বুধবার, ১১ জানুয়ারী, ২০১৭, ১২:৪৮:০০

আফগান পার্লামেন্টের কাছে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৭০

আফগান পার্লামেন্টের কাছে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৭০

আন্তর্জাতিক ডেস্ক : জোড়া বিস্ফোরণে ফের রক্তাক্ত আফগানিস্তানের কাবুল। মৃত্যু হয়েছে কমপক্ষে ৭০ জনের। গুরুতর আহত বহু মানুষ। তবে সরকারি ভাবে এখনও মৃত্যুর নির্দিষ্ট সংখ্যা জানানো হয়নি। হামলার দায় স্বীকার করেছে তালিবান জঙ্গিরা। ঘটনাস্থলেই কাছেই আফগান পার্লামেন্ট।

আফগানিস্তানের রাজধানীতে ধীরে ধীরে ফিরছিল শান্তি। এদিনের বিস্ফোরণের মাধ্যমে হঠাত্‍‌ই ফিরল রক্তাক্ত স্মৃতি। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, কাবুলের দারউল আমন জায়গাটি খুবই জনবহুল। দুপুরে বহু মানুষ কাজ সেরে ফিরছিলেন। ভিড়ের মধ্যেই ঢুকে পড়ে আত্মঘাতী জঙ্গি। তীব্র বিস্ফোরণের শব্দ। কালো ধোঁয়া ও আগুন খানিকটা সরতেই চারিদিকে পড়ে রয়েছে দেহাংশ। রক্ত। জঙ্গিদের লক্ষ্যে ছিল NDS (ন্যাশনাল ডিরেক্টরেট অফ সিকিউরিটি)-র কর্মীদের মিনি বাস।

একই দিনে আরেকটি বিস্ফোরণ ঘটেছে কাবুলের হেলমন্দ প্রদেশে। ওই আত্মঘাতী বিস্ফোরণে মৃত্যু হয়েছে ৭ জনের। ৯ জনের অবস্থা গুরুতর। সূত্র : টাইমস অব ইন্ডিয়া
১১ জানুয়ারি ২০১৭/এমটিনিউজ২৪/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে