আন্তর্জাতিক ডেস্ক: প্রাক্তন প্রেমিকাকে ফিরে পাওয়াই ছিল একমাত্র লক্ষ্য৷ আর প্রেমিকাকে নিজের করে নিতে গেলে পথের কাঁটা হিসাবে প্রেমিকার বর্তমান স্বামীকে রাস্তা থেকে সরাতে হবে৷ ঠিক এই কারণেই প্রেমিকার স্বামীকে খুন করল জিম প্রশিক্ষক৷ প্রেক্ষাগৃহে ব্যাংক কর্মী স্বামীকে বিষ দিয়ে খুন করেছে সে৷ ঘটনাটি ঘটেছে দিল্লিতে। দিল্লির এই ঘটনাকে কেন্দ্র করেই চাঞ্চল্য ছড়িয়েছে।
জানা গেছে, জিম প্রশিক্ষক অনীশ যাদব কলেজে পড়ার সময় থেকেই পূজা (নাম পরিবর্তিত) নামের একজন মেয়েকে ভালবাসত৷ পূজাকে বিয়ে করার জন্য বহুবার প্রস্তাবও দিয়েছিল অনীশ৷ কিন্তু পূজা সেসব তোয়াক্কা না করে এক বেসরকারি ব্যাংকের কর্মী রবি কুমারকে বিয়ে করেন। আর এরপর থেকেই রবিকে হত্যার ছক আঁকে অনীশ। জানা গেছে সে এবং পেশায় ফিজিওথেরাপিস্ট প্রেম রবিকে হত্যার পরিকল্পনা করে৷
গত রবিবার সন্ধ্যায় রবি প্রেক্ষাগৃহে গেলে, সেখানেই তাঁর শরীরে সিরিঞ্জের মাধ্যমে বিষ প্রয়োগ করে প্রেম৷ এই ঘটনার ফলে তখনই জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়েন রবি৷ ঘটনাটি স্থানীয়রা দেখতে পেয়েই রবিকে দ্রুত হাসপাতালে নিয়ে যান৷ আশেপাশের মানুষের তৎপরতায় ধরা পড়ে যায় প্রেমও৷
পূজাকে জেরা করা হলে তিনি অনীশের কথা পুলিশকে জানান৷ পাশাপাশি প্রেমকে জেরা করেও অনীশের এই ঘটনায় জড়িত থাকার তথ্য পুলিশের হাতে আসে৷ আর এরপরই অনীশকে গ্রেপ্তার করে পুলিশ৷ পুলিশের জেরায় অনীশ জানায়, ২০১৬ সালে সেও বিয়ে করেছিল৷ কিন্তু পূজার প্রতি অতিরিক্ত ভালবাসা থেকে সেই বিয়েও ভেঙে দেয় সে৷ আর এরপরই পূজাকে বিয়ে করার জন্য তাঁর স্বামীকে খুন করার পরিকল্পনা করে।-সংবাদ প্রতিদিন
১১ জানুয়ারি,২০১৭/এমটি নিউজ২৪ ডটকম/সবুজ/এসএ