বুধবার, ১১ জানুয়ারী, ২০১৭, ০৯:৫৬:০০

যুবি নামবে কখন? ইনস্টাগ্রামে ছক্কা নববধূ হেজলের

যুবি নামবে কখন? ইনস্টাগ্রামে ছক্কা নববধূ হেজলের

আন্তর্জাতিক ডেস্ক : স্বামীর খেলা নিয়ে মজার মজার মন্তব্য করার জন্য তিনি বিখ্যাত। যুবরাজ সিংহের নববধূ হেজল কিচ মঙ্গলবার ফের সাড়া ফেললেন।

মুম্বাইয়ে ব্রেবোর্ন স্টেডিয়ামে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে খেলছেন যুবি। প্যাড পরে তাঁর অপেক্ষা করার ছবি পোস্ট করলেন হেজল। ছবির ওপরে লেখা ‘আর একটা উইকটে পড়লেই’। নীচে দ্বিতীয় অংশ— ‘সিংহ উইল বি ব্যাক’।

যুবরাজ কিন্তু ভক্তদের বা নববধূ হেজল’কে হতাশ করেননি। একদিনের দলে প্রত্যাবর্তন ঘটানো তিনি ৪০ বলে ৬৮ রান করেন। ইনিংসে ৬টি চার, ২টি ছক্কা। কিন্তু মাঠের বাইরে বসে সেরা ছক্কাটি মারলেন তাঁর স্ত্রী হেজল কিচ। -এবেলা।
১১ জানুয়ারী, ২০১৭/এমটিনিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে