আন্তর্জাতিক ডেস্ক: এক ভিডিওয় তোলপাড় সারা দেশ৷ আলোচনা-সমালোচনা-পর্যালোচনা সবই চলছে৷ কিন্তু ঘটনার পর থেকেই সেনা জওয়ান তেজ বাহাদুরের সঙ্গে যোগাযোগ করে উঠতে পারছে না তাঁর পরিবার৷ এমনটাই অভিযোগ তেজ বাহাদুরের স্ত্রী ও ছেলের৷
বুধবার সাংবাদিকদের সামনে তেজ বাহাদুর যাদবের স্ত্রী শর্মিলা জানান, তাঁর স্বামী কোনও অন্যায় কাজ করেননি৷ শুধুমাত্র নিজের জন্য ঠিকঠাক খাবার চেয়েছেন৷ যা কোনও অপরাধ নয়৷ তাঁর স্বামী যদি মদ্যপ কিংবা মানসিকভাবে অসুস্থই হয়ে থাকেন তাহলে ভারতীয় সেনাবাহিনীতে কাজ করছেন কী করে? এই প্রশ্নও তুলেছেন শর্মিলা৷
বাবার হয়ে সওয়াল করেছে তেজ বাহাদুরের ছেলে রোহিতও৷ তাঁর অভিযোগ, মঙ্গলবার বিকেল থেকেই তেজ বাহাদুরের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না৷ কোথায় তাঁকে রাখা হয়েছে সেই বিষয়েও কিছু জানে না তাঁর পরিবার৷ এই বিষয়ে তদন্তের আবেদন জানিয়েছে রোহিত৷ সেই সঙ্গে বাবা সুস্থ আছে কি না, তাও জানতে চেয়েছে সে৷ এর আগেই তেজ বাহাদুরের মা জানান, ছেলে সেনার কাজ করার পদ্ধতি নিয়ে খুশি ছিলেন না৷
সেনার সীমান্ত সুরক্ষা বিভাহের ২৯ নম্বর ব্যাটেলিয়ানের সঙ্গে যুক্ত ছিলেন জওয়ান তেজ বাহাদুর৷ গত সোমবার একটি ভিডিও প্রকাশ করে সেনার নিম্নমানের খাবার সরবরাহের কথা ফাঁস করেন৷ ভাইরাল এই ভিডিওতেই ঝড় ওঠে গোটা দেশে৷ ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং৷ তবে সেনার তরফে দাবি জানানো হয়েছিল, প্রথম থেকেই বিশৃঙ্খল ও মদ্যপ ওই জওয়ান।
১১ জানুয়ারী, ২০১৭/এমটিনিউজ২৪/সৈকত/এমএম