আন্তর্জাতিক ডেস্ক : মানুষিক অশান্তির জের ধরে সহকর্মীদের ওপর এলোপাথাড়ি গুলি চালিয়ে চারজনকে হত্যা করেছেন ভারতীয় এলিট ফোর্স সিআইএসএফ-এর এক সৈনিক। বৃহস্পতিবার দুপুরে এই ঘটনা ঘটেছে বিহারের আওরঙ্গাবাদে।
গুরুতর আহত আরো একজন। বলভীর সিং নামে অভিযুক্ত সেনাকে গ্রেপ্তার করা হয়েছে। ছুটি নিয়ে অশান্তির জেরেই নিজের সার্ভিস রাইফেল থেকে গুলি চালায় ওই সেনা সদস্য। আওরঙ্গাবাদের নবীনগর পাওয়ার জেনারেশন কোম্পানির নিরাপত্তার দায়িত্বে রয়েছে এই সিআইএসএফ বাহিনী।
এই থার্মাল পাওয়ার স্টেশনের একটি ইউনিটেই বৃহস্পতিবার ঘটে যায় এই মারাত্মক ঘটনা। ছুটি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা কাটাকাটির জেরে সহকর্মীদের ওপর এলোপাথাড়ি গুলি চালিয়ে দেন বলভীর সিং। সেই সময় একটি শিফট শেষ হয়ে নতুন শিফট শুরু হচ্ছিল।
ছুটি হয়ে যাওয়ায় যারা বাড়ি যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিলেন, তাদের ওপরেই আচমকা নিজের সার্ভিস রাইফেল থেকে গুলি চালান এই সিআইএসএফ সৈনিক। মৃতদের মধ্যে তিন জন হেড কনস্টেবল এবং একজন অ্যাসিসটেন্স সাব-ইন্সপেক্টর রয়েছেন।
বলবীরের বাড়ি উত্তরপ্রদেশে আলিগড়ে। সম্প্রতি যোগ ক্লাসে যোগ দেয়ার জন্য ছুটি নিয়েছিলেন তিনি। তার ছুটি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে ঝামেলা চলছিল। মাথা গরম করে ফেলে হঠাৎই গুলি চালিয়ে দেন তিনি। ঘটনার আকষ্মিকতা কাটিয়ে তড়িঘড়ি তাকে ধরে ফেলেন অন্য সৈনিকরা। না হলে আরো প্রাণহানি হতে পারতো বলে আশঙ্কা।
১২ জানুয়ারি ২০১৭/এমটিনিউজ২৪/এসএস