আন্তর্জাতিক ডেস্ক: লুচি-তরকারি খেয়ে দাম না মিটিয়েই চলে যাচ্ছিল খদ্দের। এমনই অভিযোগে ভরা বাজারে তর্কাতর্কি শুরু হতেই ওই খদ্দেরের গায়ে কড়াইয়ের ফুটন্ত তেল ছুড়ে মারল দোকানদার৷ ডুয়ার্সের লাটাগুড়ির এই ঘটনায় সূর্য চৌবে নামে বাতাবাড়ির বাসিন্দা এক দিনমজুর মারাত্মকভাবে জখম হয়েছেন৷
প্রথমে মালবাজার, পরে জলপাইগুড়ি জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে। ঘটনার জেরে অভিযুক্ত দোকানদার সুধন রায়কে আটক করেছে ক্রান্তি ফাঁড়ির পুলিশ৷ এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে৷
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মাঝেমধ্যেই সুধন রায়ের দোকানে এসে টিফিন করতেন ওই দিনমজুর৷ কোনওদিন খাবারের দাম মেটাতেন৷ কোনওদিন আবার বাকি থাকত৷ বুধবারও সুধনের দোকানে এসে লুচি-তরকারি খান সূর্য৷ খাওয়া দাওয়ার পর জানান, এখন টাকা নেই৷ পরে মিটিয়ে দেবেন৷ এই বলেই তিনি দোকান ছেড়ে বেরিয়ে যেতে যান।
এমন সময়ই রেগে গিয়ে দোকান থেকে বেরিয়ে এসে ওই খদ্দেরের হাত চেপে ধরে সুধন৷ বলে, আগেও বেশকিছু টাকা বাকি রয়েছে৷ এদিনও যে টাকা নেই, বাকিতে টিফিন করবেন তা খাওয়ার আগে বলেননি কেন? এই নিয়ে দু’জনের মধ্যে কয়েক মিনিট ধরে জোর তর্কাতর্কি চলে৷ ক্রমশ উত্তেজনা বাড়তেই ভিড় জমে।
অভিযোগ, এমন সময়ই দোকানদার ঝাঁঝরি হাতায় করে দাম না-মেটানো ওই খদ্দেরের গায়ে কড়াইয়ের ফুটন্ত তেল ছুড়ে মারে৷ মুহূর্তে ঝলসে যায় তাঁর পিঠ৷ ঘটনার পরই এলাকার লোকজন জখম ব্যক্তিকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন৷ ঘটনায় অভিযুক্ত দোকানদারের উপর চড়াও হওয়ার চেষ্টা করে বেশকিছু লোকজন৷ আশপাশের দোকানদারদের হস্তক্ষেপে রক্ষা পায় ওই দোকানদার৷ খবর পেয়ে চলে আসে পুলিশ।
এদিকে ঘটনার পর এলাকায় সালিশিসভা বসে বলে খবর৷ ওই সভায় ঠিক হয়েছে, জখম ব্যক্তির চিকিৎসার যাবতীয় খরচ মেটাতে হবে অভিযুক্ত দোকানদারকে৷ নতুবা তাঁর দোকান খুলতে দেওয়া হবে না৷ ক্রান্তি ফাঁড়ির ওসি খেশান লামা বলেছেন, পুলিশ হেফাজতেই রয়েছে ওই দোকানদার৷ উত্তেজনা থাকায় এদিন তার দোকানটিও খোলেনি।-সংবাদ প্রতিদিন
১৩ জানুয়ারি ২০১৭/এমটিনিউজ২৪/সবুজ/এসএ