শুক্রবার, ১৩ জানুয়ারী, ২০১৭, ১০:২৫:৪২

সিরিয়ার বিমান বাহিনীর গোয়েন্দা সদর দপ্তরে ইসরাইলি বিমান হামলা

সিরিয়ার বিমান বাহিনীর গোয়েন্দা সদর দপ্তরে ইসরাইলি বিমান হামলা

আন্তর্জাতিক ডেস্ক : সিরিয়ার রাজধানী দামেস্কের দক্ষিণ-পশ্চিম অংশে একটি সামরিক ঘাঁটিতে বিমান হামলা চালিয়েছে ইসরাইল। সেনাবাহিনীর বরাত দিয়ে সিরিয়ার সরকারি টেলিভিশন চ্যানেল এ খবর দিয়েছে।

দামেস্ক থেকে আট কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত মাজ্জেহ সামরিক বিমানবন্দরে শুক্রবার ভোররাতে এ হামলা চালানো হয়। এতে ভয়াবহ বিস্ফোরণ থেকে আগুন ছড়িয়ে পড়লেও কেউ হতাহত হয়নি।

ইসরাইলি জঙ্গিবিমানগুলো ওই বিমান ঘাঁটির একটি অস্ত্রাগার লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এরপর সেখানে আটটি বড় ধরনের বিস্ফোরণের শব্দ শোনা যায়। এ সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত আর কিছু জানা যায়নি।

এর আগে গত মাসে একই বিমান ঘাঁটি লক্ষ্য করে ইসরাইলের ভেতর থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল তেল আবিব। সিরিয়ার সেনাবাহিনী ওই হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেছিল, সিরিয়ায় তৎপর উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে সমর্থন জানাতে ইসরাইলি সরকার এ হামলা চালিয়েছে।

সিরিয়ার মাজ্জেহ বিমান ঘাঁটিতে দেশটির বিমান বাহিনীর গোয়েন্দা বিভাগের সদর দপ্তর অবস্থিত।
১৩ জানুয়ারী, ২০১৭/এমটিনিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে