আন্তর্জাতিক ডেস্ক : ফের চিতাবাঘের আতঙ্কে উত্তেজনা ছড়াল ভারতের জলপাইগুড়িতে। সারা দিন এলাকায় দাপিয়ে বেড়ানোর পরে অবশেষে বনকর্মীদের হাতে ধরা পড়ল চিতাবাঘটি।
ঘটনাস্থল জলপাইগুড়ির মালবাজার থানার লিসলিভার চা বাগান। বেশ কিছু দিন ধরেই এলাকায় চিতাবাঘের উৎপাতে ভয়ে ভয়ে দিন কাটাচ্ছিলেন এলাকাবাসীরা। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, বেশ কিছুদিন ধরেই এলাকার ১৪ নম্বর সেকশনে একটি পূর্ণবয়স্ক চিতাবাঘ দাপিয়ে বেড়াচ্ছিল। চিতাবাঘটিকে ধরার জন্য ওৎ পেতেছিলেন বনকর্মীরা।
বৃহস্পতিবার বনকর্মীদের খাঁচায় ধরা পড়ে ওই চিতাবাঘটি। খাঁচায় আটক হওয়ার পরে লাফালাফি করায় চিতাবাঘটির দু’টি দাঁত ভেঙে যায়। প্রাথমিক চিকিৎসার জন্য চিতাবাঘটিকে গরুমারা অভয়ারণ্যে নিয়ে যাওয়া হয়েছে। সুস্থ হয়ে উঠলে বাঘটিকে জঙ্গলে ছেড়ে দেওয়া হবে বলে জানিয়েছেন বনদফতরের আধিকারিকরা।
১৩ জানুয়ারী, ২০১৭/এমটিনিউজ২৪/সৈকত/এমএম