শুক্রবার, ১৩ জানুয়ারী, ২০১৭, ০৪:৩২:১০

ক্ষোভ সামলাতে আসরে নামলেন ভারতের সেনাপ্রধান

ক্ষোভ সামলাতে আসরে নামলেন ভারতের সেনাপ্রধান

আন্তর্জাতিক ডেস্ক : মুখ খুললেন সেনাপ্রধান বিপিন রাওয়াত। তিনদিন আগে সেনাবাহিনীর এক সেনা সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেছিলেন। যে ভিডিওয় সেনা সদস্য তেজ বাহাদুর যাদব প্রশ্ন তুলেছিলেন খাবারের মান নিয়ে। ভিডিওয় তার অভিযোগ ছিল, অত্যন্ত নিম্নমানের খাবার খেতে দেওয়া হয় তাদের। যেটুকু বা দেওয়া হয়, তার পরিমাণ অত্যন্ত অল্প।

ফলে বেশিরভাগ দিনেই পেট ভরে না। অনেক সেনাকে আবার রাতে না খেয়ে শুয়ে পড়তে হয়। কারণ খাবার নাকি শেষ হয়ে যায়। এমনকী সেনাদের জন্য বরাদ্দ চাল, ডাল পাশ্ববর্তী গ্রামে অল্প দামে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছিল সেনাদের পক্ষ থেকে।

শুক্রবার ভারতের সেনাপ্রধান জানালেন, ‘‌সেনাদের অভিযোগ থাকতেই পারে। কিন্তু কোথায় অভিযোগ জানাতে হবে, সেটাও বোঝা দরকার। আমার কাছে সরাসরি অভিযোগ জানানো যেতে পারে। নয়তো সেনাবাহিনীর সদর দপ্তরে কমপ্লেন বক্সে তা জমা দেওয়া হোক। তা না করে প্রকাশ্যে এভাবে অভিযোগ জানানো ঠিক নয়। সব সেনাকেই মাথায় রাখতে হবে আমরা একটা পরিবার। দেশকে রক্ষা করা আমাদের দায়িত্ব।’‌

‌শৃঙ্খলার সঙ্গে কোনওদিন আপস করেনি ভারতীয় সেনাবাহিনী। কিন্তু এবার কী হল?‌ সেনাবাহিনীতে যে দুর্নীতি চলছে তা তো প্রমাণিত। যারা সীমান্ত পাহারা দিচ্ছে, তাদেরই জুটছে না খাবার!‌ খোদ সেনারা চুপ করে থাকতে পারছেন না। বিরক্তি প্রকাশ করছেন। সেনাদের ক্ষতে মলম লাগাতে সেনাপ্রধানকে আসরে নামতেই হল। ‌‌‌
১৩ জানুয়ারি ২০১৭/এমটিনিউজ২৪/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে