শনিবার, ১৪ জানুয়ারী, ২০১৭, ০১:৩৮:২৯

তুরস্কের পার্লামেন্টের মধ্য ব্যাপক মারামারি!

তুরস্কের পার্লামেন্টের মধ্য ব্যাপক মারামারি!

আন্তর্জাতিক ডেস্ক : তুরস্কের পার্লামেন্টের মধ্য ব্যাপক মারামারির ঘটনা ঘটেছে। দেশটিতে সংসদীয় পদ্ধতির সরকারের পরিবর্তে প্রেসিডেন্ট পদ্ধতির সরকার ব্যবস্থা চালুর বিষয়ে বুধবারে সংবিধান সংশোধনের জন্য ভোটাভুটির সময় এ ঘটনা ঘটে।

বিরোধী দল রিপাবলিকান পিপলস পার্টি (সিএইচপি) অভিযোগ করেছে, সরকারি দল একে পার্টির এমপিরা ব্যালট পেপারের গোপনীয়তা রক্ষার আইন ভেঙে তা প্রকাশ্যে দেখিয়েছেন। তারা স্বাধীনভাবে ভোট না দিয়ে দলের পক্ষে ভোট দিতে দলীয় এমপিদের ওপর চাপ সৃষ্টি করেন।

সিএইচপির এমপি ফাতমা কাপলান একেপির এমপিদের এই কর্মকাণ্ড তার মোবাইল ফোনে ভিডিও করছিলেন। এসময় একেপির এমপিরা তার কাছ থেকে ফোনটি কেড়ে নেয়। এ ঘটনায় বাগবিতণ্ডার এক পর্যায়ে একে পার্টি ও সিএইচপির এমপিদের মধ্যে হাতাহাতি শুরু হয়ে যায়।

বেশ কিছুদিন ধরে দেশটির রাজনৈতিক অবস্থা মোটেও শান্ত নেই। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান সরকারের বিরুদ্ধে সেনাবাহিনীর একাংশ ট্যাংক ও যুদ্ধবিমান নিয়ে 'ব্যর্থ' অভ্যুত্থানেরও ঘটনা ঘটে। এরপর থেকে প্রশাসনিক ও সামরিক খাতে প্রচুর পরিবর্তন। কয়েক হাজারের উপর ব্যক্তিকে চাকুরিচ্যুত করা হয়।

১৪ জানুয়ারি ২০১৭/এমটিনিউজ২৪/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে