বিনোদন ডেস্ক: গ্লোবালাইজেশন বোধহয় একেই বলে! বলিউডের তালে যখন কোমর দোলাতে হয় হলিউডকে। তাও আবার সম্পূর্ণ দেশি স্টাইলে, লুঙ্গি জড়িয়ে। তারকাও যেমন তেমন নন, xXx: The Return of Xander Cage-এর খ্যাত ভিন ডিজেল। ভিনের এই দেশি অবতারের যাবতীয় ক্রেডিট প্রাপ্য বলিউডের ‘মস্তানি’ দীপিকা পাড়ুকোনের।
বৃহস্পতিবার সকালে মুম্বাই বিমানবন্দরে পৌঁছতেই মরাঠি কায়দায় জাঁকজমকের সঙ্গে ভিন ডিজেল, দীপিকাকে স্বাগত জানান হয়। এর আগে তিনি ভারতে আসেননি। ভারতীয় সংস্কৃতির সঙ্গেও সে ভাবে পরিচিত নন তিনি। ভারতে তাকে স্বাগত জানাতে এমন জাঁকজমক এবং তাদের ঘিরে ভক্তদের এমন উদ্দীপনা দেখে আপ্লুত ভিন ডিজেল। -সংবাদ প্রতিদিন
১৪ জানুয়ারি ২০১৭/এমটিনিউজ২৪/সবুজ/এসএ