শনিবার, ১৪ জানুয়ারী, ২০১৭, ১১:১১:১৫

১৮ বছর পর মায়ের কোলে ফিরল হারিয়ে যাওয়া শিশু

১৮ বছর পর মায়ের কোলে ফিরল হারিয়ে যাওয়া শিশু

আন্তর্জাতিক ডেস্ক: খোয়া যাওয়া শিশুকে অবশেষে সুস্থ স্বাভাবিক অবস্থায় পাওয়া গেল৷ কিন্তু শিশুটিকে যখন খুঁজে পাওয়া গেল তখন সে আর শিশু নেই৷ হয়ে উঠেছেন একজন পরিণত তরুণী৷ বয়স হয়ে গিয়েছে ১৮ বছর৷ অবশেষে ১৮ বছর পর ফ্লোরিডার পুলিশ হারিয়ে যাওয়া সদ্যোজাতর সন্ধান পেল৷ খোয়া যাওয়া শিশুর বর্তমান নাম কামিয়া মোবলে৷ গোটা বিষয়টি জানতে পেরে বেশ চমকেই রয়েছেন তিনি।

কামিয়ার আসল পরিবারকে খবর দিয়েছে প্রশাসন৷ ১৮ বছর আগে হারিয়ে যাওয়া সন্তানকে খুঁজে পেয়ে স্বভাবতই ভীষণ খুশি তাঁর পরিবার৷ ডিএনএ পরীক্ষার মাধ্যমে তাঁকে খুঁজে পাওয়া গিয়েছে বলে জানিয়েছে জ্যাকসনোভিলের শেরিফ মাইক উইলিয়াম।

১৮ বছর আগে সদ্যোজাতকে হাসপাতাল থেকে চুরি করার ঘটনায় যুক্ত থাকার অভিযোগে এক মহিলাকে গ্রেপ্তার করেছে পুলিশ৷ ৫১ বছর বয়সি গ্লোরিয়া উইলিয়ামসকে সাউথ ক্যারলিনাকে থেকে গ্রেপ্তার করা হয়েছে।

১৮ বছর পর নিজের পরিবারকে খুঁজে পেয়ে খুবই অবাক হয়ে রয়েছেন কামিয়া৷ বহু অজানা প্রশ্নের উত্তরই এখন খুঁজে বেড়াচ্ছেন তিনি।
১৪ জানুয়ারী, ২০১৭/এমটিনিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে