শনিবার, ১৪ জানুয়ারী, ২০১৭, ১১:১৬:১৩

আবারও ট্রাম্পের তোপের মুখে হিলারি

আবারও ট্রাম্পের তোপের মুখে হিলারি

আন্তর্জাতিক ডেস্ক : আবারও নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তোপের মুখে পড়েছেন হিলারি ক্লিনটন। টুইট বার্তায় ট্রাম্প বলেন, ইমেইল কেলেঙ্কারির ঘটনায় হিলারি নিঃসন্দেহে দোষী ছিলেন।

ট্রাম্পের মতে, হিলারির অপরাধ এতোটাই গুরুতর ছিল যে তাকে নির্বাচনে লড়তে দেয়াই উচিৎ হয়নি।

হিলারির ইমেইল কেলেঙ্কারির ঘটনায় এফবিআই ও মার্কিন বিচার বিভাগের ভূমিকা নিয়ে তদন্ত শুরুর পর এলো ট্রাম্পের এই টুইট বার্তা।

ব্যক্তিগত সার্ভারে ইমেইল ব্যবহারের ঘটনায় গত বছরের জুলাইয়ে হিলারির বিরুদ্ধে অভিযোগ না আনার ঘোষণা দিয়েছিলো এফবিআই। কিন্তু পরে এফবিআই প্রধান জেমস কোমি নতুন করে তদন্ত শুরুর ঘোষণা দেন।

শেষমেষ দায়মুক্তি পেলেও এফবিআই এর এমন ভূমিকার কারণেই নির্বাচনে পরাজয়ের অভিযোগ তোলেন হিলারি ক্লিনটন।
১৪ জানুয়ারী, ২০১৭/এমটিনিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে