শনিবার, ১৪ জানুয়ারী, ২০১৭, ০২:১৬:০৯

ফের জুতায় ভারতের জাতীয় পতাকা!

ফের জুতায় ভারতের জাতীয় পতাকা!

আন্তর্জাতিক ডেস্ক : ফের ভারতের জাতীয় পতাকার অবমাননা। শপিং জায়ান্ট অ্যামাজনের পর এবার জ্যাজল ডট কম। ভারতের তেরঙা পতাকার নকশায় জ্যাজল ডট কমে বিক্রি হচ্ছে চটি, শ্যু, কনভার্স, পাম্পশ্যু।  বিক্রি হচ্ছে ৭৪ ডলার থেকে ৮০ ডলারে। সোশ্যাল মিডিয়ায় এই ছবি ছড়িয়ে পড়তেই ফের নিন্দার ঝড় উঠেছে।

দুদিন আগেই অ্যামাজনে তেরঙার নকশায় পাপোষ বিক্রিকে কেন্দ্র করে সমালোচনার ঝড় উঠেছিল। সেখানেই শেষ নয়। তেরঙা নকশায় জুতোও বিক্রি হতে দেখা যায় অ্যামাজনে। কড়া ভাষায় এর প্রতিবাদ জানান বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ। অ্যামাজন কর্তৃপক্ষকে নিঃশর্ত ক্ষমা চাইতে ও ওইসব পণ্য সরাতে নির্দেশ দেন তিনি। আবার তারপরই জ্যাজলের ঘটনা সামনে আসতে নতুন করে দেখা দিয়েছে বিতর্ক। -জি নিউজ।
১৪ জানুয়ারী, ২০১৭/এমটিনিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে