আন্তর্জাতিক ডেস্ক : থাইল্যান্ডে শিশুদের জন্য সামরিক বাহিনীর এক এয়ার শো চলাকালে একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয় এবং এতে আগুন ধরে যায়। শনিবারের ওই দুর্ঘটনায় বিমানটির পাইলট নিহত হন। দেশটির প্রধানমন্ত্রী পাইলটের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
দেশটিতে বার্ষিক শিশু দিবসে এই এয়ার শো হয়। দেশের দক্ষিণাঞ্চলীয় হাত ইয়ায়ের বিমানবন্দরে এই শো দেখতে অনেক পরিবার সেখানে জড়ো হয়।
ভিডিও ফুটেজে দেখা যায় বিমানবন্দরের রানওয়ের কাছে এয়ার শো দেখানোর সময় যুদ্ধবিমানটি বিধ্বস্ত হয়। এতে ভয়ংকর ধোঁয়ার কুন্ডলী দেখা যায়।
থাইল্যান্ডের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মেজর জেনারেল কংচিপ ত্রানত্রাভানিক বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘এ দুর্ঘটনায় একজন পাইলট নিহত হয়েছে। বিধ্বস্তের কারণ জানতে তদন্ত চলছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।’
১৪ জানুয়ারি ২০১৭/এমটিনিউজ২৪/এসএস