আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক বাজারে দরপতনের কারণে ৩ সপ্তাহের ব্যবধানে আবার কমলো স্বর্ণের দাম।
শনিবার যুক্তরাষ্ট্রের বাজারে স্বর্ণের দাম ৫ শতাংশ কমে আউন্সপ্রতি ১ হাজার ৯৭ মার্কিন ডলারে কেনাবেচা হয়েছে।
যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক মন্দা কাটিয়ে ক্রমেই শক্তিশালী হওয়ায় ফেডারেল রিজার্ভ সুদের হার বাড়াবে, এমন ধারণায় স্বর্ণ বিক্রি করে ডলার কেনার দিকে ঝুঁকছে বিনিয়োগকারীরা।
এদিকে ভারতের বাজারেও শনিবার স্বর্ণের দাম প্রতি ১০ গ্রামে ১শ’ রুপি কমে ২৬ হাজার ৩শ’ ৬০ রুপিতে বিক্রি হয়েছে।
১২ সেপ্টেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম