আন্তর্জাতিক ডেস্ক : ভারতে স্মার্টফোন ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে দেশটির সেনাবাহিনীর সেনাদের ওপর। সেই সঙ্গে আরও জানানো হয়, সেনারা তাদের অভাব, অভিযোগ নিয়ে তৈরি কোনো ধরণের ভিডিও অনুমতি ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমেও পোস্ট করতে পারবেন না। শনিবার ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এই নির্দেশনা জারি করা হয়।
ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সেই নির্দেশনায় বলা হয়েছে, ভারতীয় সেনারা এখন থেকে আর স্মার্টফোন ব্যবহার করতে পারবেন না। তবে তারা সাধারণ ফোন ব্যবহার করতে পারবে। আর এর কারণ হল স্মার্টফোনের মাধ্যমে যত সহজে সামাজিক যোগাযোগের মাধ্যমগুলো ব্যবহার করা যায়, সাধারণ ফোনে সেটা সম্ভব হয় না।
ভারতীয় সেনাপ্রধান বিপিন রাওয়াত জানান, বিএসএফ সেনা, সিআরপিএফ সেনা এবং ভারতীয় সেনাবাহিনীর সেনাদের কোনো অভিযোগকেই অবহেলা করা হবে না। প্রত্যেক সেনার প্রতিটি অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণ করা হবে। এখন থেকে ভারতের সমস্ত সেনাছাউনি গুলোতে অভিযোগ ও প্রস্তাব বাক্স থাকবে।
বিপিন রাওয়াত আরও বলেন, "সেনাদের সবসময় মনে রাখতে হবে, আমরা একটা পরিবার। দেশকে রক্ষা করাই আমাদের প্রধান দায়িত্ব। "
১৫ জানুয়ারী, ২০১৭/এমটিনিউজ২৪/সৈকত/এমএম