রবিবার, ১৫ জানুয়ারী, ২০১৭, ০৯:৪২:১০

বিমানে বোমা! আতঙ্কে ২৯৯ যাত্রী নিয়ে জরুরি অবতরণ

বিমানে বোমা! আতঙ্কে ২৯৯ যাত্রী নিয়ে জরুরি অবতরণ

আন্তর্জাতিক ডেস্ক : বিমানে বোমা! সেই আতঙ্কে জরুরি অবতরণ করলো একটি যাত্রীবাহী বিমান। ওমানের সালালাহ থেকে জার্মানির কোলনগামী একটি বিমান বোমা আতঙ্কে কুয়েতে জরুরি অবতরণ করে। বিমানটিতে ২৮৭ জন যাত্রী ও ১০ জন ক্রু ছিলেন।

লুফথানসা গ্রুপের সাশ্রয়ী এয়ারলাইন ইউরোউয়িংসের একটি যাত্রীবাহী বিমানে এই ঘটনা ঘটেছে। রোববার এ ঘটনা ঘটেছে বলে কুয়েতের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (কেইউএনএ) জানিয়েছে।

ইরানের উপর দিয়ে উড়ে যাওয়ার সময় পাইলট বিমানে বোমা হামলার হুমকি পান। পরে তিনি সেটি ঘুরিয়ে কুয়েতে জরুরি অবতরণে বাধ্য হন।

দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থায় প্রকাশিত এক বিবৃতিতে কেইউএনএ বলেছে, ‘বিমানটিতে একটি বোমা আছে এমন সন্দেহে ফ্লাইটটি কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে। বিমানটিতে কোনো বোমা আছে কি না তা নিশ্চিত করতে প্রাথমিক তল্লাশি চালানো হচ্ছে।’

পরে জার্মানি থেকে লুফথানসার একজন মুখপাত্র বলেন, বিমানটিতে বোমা থাকার কোনো প্রমাণ খুঁজে পাওয়া যায়নি। যাত্রীদের কুয়েত থেকে জার্মানি পৌঁছে দেওয়া হবে বলেও জানান লুফথানসা মুখপাত্র।

১৫ জানুয়ারি ২০১৭/এমটিনিউজ২৪/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে