আন্তর্জাতিক ডেস্ক : টার্কিশ এয়ারলাইনসের একটি কার্গো বিমান কিরগিজস্তানে কয়েকটি বাড়ির ওপর আছড়ে পড়ায় নিহত হয়েছেন কমপক্ষে ১৬ জন।
নিহত ব্যক্তিদের মধ্যে বিমানের আরোহী ও বিমান আছড়ে পড়ায় ক্ষতিগ্রস্ত বাড়িগুলোর লোকজন রয়েছে।
কিরগিজস্তানের স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, রাজধানী বিশকেকের অদূরে মানাস বিমানবন্দরের কাছে বসতবাড়ির ওপর আছড়ে পড়ে বিধ্বস্ত হয় বোয়িং ৭৪৭ বিমানটি।
মানাস হলো কিরগিজস্তানের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর, যা রাজধানী বিশকেক থেকে ২৫ কিলোমিটার দূরে অবস্থিত। দুর্ঘটনার পর জরুরি বিভাগের কর্মীরা পৌঁছেছেন সেখানে। তবে কী কারণে বিমানটি বিধ্বস্ত হয়েছে, তা এখনো জানা যায়নি।
১৬ জানুয়ারী, ২০১৭এমটিনিউজ২৪/সৈকত/এমএম