সোমবার, ১৬ জানুয়ারী, ২০১৭, ১০:৪৭:৪২

স্যামসাং প্রধানকে গ্রেপ্তারের চেষ্টা

স্যামসাং প্রধানকে গ্রেপ্তারের চেষ্টা

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বের নামি মোবাইল ও প্রযুক্তি কোম্পানী স্যামসাং গ্রুপের চেয়ারম্যানের ছেলে লি জায়ে-ইয়োংকে গ্রেপ্তারের আবেদন জানিয়েছে।

দক্ষিণ কোরিয়ার কৌঁসুলিরা দেশটির প্রধান রাজনৈতিক কেলেঙ্কারির সঙ্গে জড়িত থাকার অভিযোগে স্যামসাংয়ের উত্তরাধিকারীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির জন্য সিউল আদালতের কাছে এ ঘটনার তদন্তকারী কৌঁসুলিরা সোমবার এ আহ্বান জানায়। এক বিবৃতিতে এ কথা জানানো হয়।

লি জায়ে-ইয়োং স্যামসাংয়ের চেয়ারম্যান লি কুন-হি’র ছেলে। বর্তমানে ইয়োং কোম্পানীটির ভাইস চেয়ারম্যানের দায়িত্বে রয়েছেন। তবে পিতার অসুস্থতার পর থেকে কার্যত তিনিই কোম্পানীটি চালাচ্ছেন। আদালত কৌঁসুলিদের আবেদন আমলে নিলে লি’ই হবেন এই কেলেঙ্কারীর সঙ্গে জড়িত থাকার দায়ে গ্রেফতার হওয়া বৃহৎ ইলেক্ট্রনিক্স ওই কোম্পানীর প্রথম জ্যেষ্ঠ নির্বাহী।

লি’র বিরুদ্ধে অভিযোগ তিনি সরকারী কিছু সুবিধার বিনিময়ে দেশটির প্রেসিডেন্ট পার্ক গিয়ন হাইয়ের ঘনিষ্ঠ বন্ধু চোই সুন-সিলের অমুনাফা ভিত্তিক কোম্পানীকে ঘুষ দিয়েছেন। এই কেলেঙ্কারীর কারণে পার্ককে অভিশংসিত করা হয়। বর্তমানে অভিশংসন বিচার চলছে। লি (৪৮)-এর আগে কেলেংকারির ঘটনায় পার্লামেন্টারি শুনানিতেও অংশ নেন। সেখানে তিনি তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেন।

১৬ জানুয়ারি ২০১৭/এমটিনিউজ২৪/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে