মঙ্গলবার, ১৭ জানুয়ারী, ২০১৭, ১২:২০:৫৯

মেক্সিকোর নাইট ক্লাবে বন্দুকধারীর হামলা, নিহত ৫

মেক্সিকোর নাইট ক্লাবে বন্দুকধারীর হামলা, নিহত ৫

আন্তর্জাতিক ডেস্ক: মেক্সিকোর নাইট ক্লাবে বন্দুকধারীর হামলায় ৫ জন নিহত হয়েছে। আহত হয়েছে কমপক্ষে ১২ জন যাঁদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক। শেষ ১০ বছর ধরে মেক্সিকোতে বিপিএম মিউজিক ফেস্টিভাল হয়, সারা পৃথিবী থেকে অসংখ্য ডিজে ও যন্ত্রশিল্পী এই উৎসব উপলক্ষে হাজির হন মেক্সিকোয়।

আমেরিকা, কানাডা ও ইংল্যান্ড থেকেও অসংখ্য শ্রোতা এই সময়ে মেক্সিকোয় আসেন। এই উৎসবেরই সমাপ্তি অনুষ্ঠান চলছিল মেক্সিকোর একাধিক নাইট ক্লাবে। সেই পার্টি চলাকালীনই প্লায়া দেল কারমেন এলাকার ব্লু প্যারট ক্লাবে হঠাৎই হামলা চালায় এক বন্দুকবাজ। ঘটনাস্থলের মৃত্যু হয় ৪ জনের, গুলিবিদ্ধ অবস্থায় বেশ কয়েকজনকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। এ ঘটনায় পদপিষ্ট হয়েও আহত হন কয়েকজন।

নিহতদের মধ্যে রয়েছেন ওই নাইট ক্লবের নিরাপত্তারক্ষী, অনুষ্ঠানের আয়োজকদের মধ্যে একজন, এবং ব্রিটিশ ও কানাডার নাগরিকরা। রাত ৩টার দিকে ঘটনাটি নিয়ে প্রথমবার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন অনুষ্ঠানরত এক ডিজে। পরে স্থানীয় হাসপাতাল সূত্রে জানা যায়, সাড়ে ৩টার সময় আহতদের হাসপাতালে ভর্তি করা হয়।

এরপরই পুলিশ মেক্সিকোয় এই উৎসবের যাবতীয় অনু্ষ্ঠান সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। পাশাপাশি বন্দুকবাজকে খুঁজতে তল্লাশিও শুরু করেছে। পুলিশের আশঙ্কা, স্থানীয় মাদক ব্যবসার গোলমালের জন্যই বন্দুকধারী এই হামলা চালিয়েছিল। যদিও তার সন্ধান পাওয়া যায়নি। ‌-আজকাল

১৭ জানুয়ারি ২০১৭/এমটিনিউজ২৪/সবুজ/এসএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে