আন্তর্জাতিক ডেস্ক: একাধিক স্থানে ধারাবাহিক বিস্ফোরণ কেঁপে উঠল দামাস্কাস। এ ঘটনায় ১০ জন নিহত হয়েছে। গুরুতর জখম ১৭ জন৷ পশ্চিম দামাস্কাসের মুহাফাজা স্পোর্টস ক্লাবের কাছে প্রথমে ঘটে দুটি আত্মঘাতী বিস্ফোরণ।
এছাড়া পশ্চিম দামাস্কাসের মিলিটারি এয়ারপোর্ট৷ মাজেই মিলিটারি এয়ারপোর্টে শোনা যায় একাধিক বিস্ফোরণের শব্দ ও পরে বিশাল আগুন বেড়াতে দেখা যায়। সিরিয়ার পুলিশ জানিয়েছে, হামলার পেছনে থাকতে পারে ইসরায়েলের যোগ। কারণ এর আগেই ২০১৬ সালের ডিসেম্বরে সিরিয়ায় হামলা করেছিল ইসরায়েলি সেনা।-কলকাতা
১৭ জানুয়ারি ২০১৭/এমটিনিউজ২৪/সবুজ/এসএ