আন্তর্জাতিক ডেস্ক: আত্মহত্যা করতে রেললাইনে গিয়ে শুয়েছিলেন ১৭ বছরের কিশোরী। কিন্তু সেই চেষ্টা সফল করতে দিলেন না রেলেরই এক গেটকিপার। ট্রেনটিকে থামানোর পর মহেন্দ্রণ ও তার সহযোগী কিশোরীকে উদ্ধার করতে ঘটনাস্থলে পৌঁছে যান এবং কিশোরীকে সংজ্ঞাহীন অবস্থায় উদ্ধার করেন। তাঁকে শিরকাজি সরকারি হাঁসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার রাতে শিরকাজি ও ভোইথিসরণকৈল দুই মালবাহী ট্রেনের মাঝখানে এক পথচারী ওই কিশোরীকে দেখতে পান। এরপর সঙ্গে সঙ্গে পানামঙ্গলম রেলের গেটকিপার মহেন্দ্রনকে খবর দেন তিনি। তখনই মহেন্দ্রন রেল কর্তৃপক্ষকে এই খবর দিয়ে, ম্যাঙ্গালোর-কারাইকাল যাত্রীবাহী ট্রেনটিকে থামিয়ে দেন। ওই ট্রেনটির আর কিছুক্ষণের মধ্যেই ওই লাইন দিয়ে যাওয়ার কথা ছিল। -কলকাতা
১৭ জানুয়ারি ২০১৭/এমটিনিউজ২৪/সবুজ/এসএ