মঙ্গলবার, ১৭ জানুয়ারী, ২০১৭, ১২:৪৬:৩৭

অপহরণকারীদের বোমা মেরে উড়িয়ে দাও: ফিলিপাইনের প্রেসিডেন্ট

অপহরণকারীদের বোমা মেরে উড়িয়ে দাও: ফিলিপাইনের প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক: সমুদ্রে জেলেদের অপহরণকারীদের বোমা মেরে উড়িয়ে দিতে নৌবাহিনী ও কোস্টগার্ডকে নির্দেশ দিয়েছেন ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তে।

রোববার রাতে নিজ শহর দাভাওতে এক অনুষ্ঠানে তিনি এ নির্দেশের কথা জানিয়েছেন।

ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে জলদস্যুদের উৎপাত অনেক বেশি। প্রায়ই জেলেদের অপহরণ করে মুক্তিপণ আদায় করে জলদস্যুরা।

শনিবার রদ্রিগো দুতের্তে বলেন, ‘সাগরে অপহরণ ঠেকাতে দস্যুদের ওপর বোমা নিক্ষেপ করতে নৌবাহিনীর সদস্যদের নির্দেশ দেওয়া হয়েছে । এমনকি দস্যুদের সঙ্গে যদি কোনো জিম্মি থাকে তবুও তারা পিছপা হবে না।’ এসব ঘটনায় সাধারণ জিম্মিদের মৃত্যুকে ‘সমান্তরাল ক্ষতি’ হিসেবে বিবেচনা করা হবে।

তিনি বলেন, ‘যদি সাগরে দস্যুদের দেখা যায় এবং তারা পালানোর চেষ্টা করে, তবে বোমা মেরে তাদের উড়িয়ে দাও।’

এর আগে দুতের্তে বলেছিলেন, যারা সাগরপথে দস্যুতা করে, লোকজনকে অপহরণ করে, তাদের ওপর বোমা মেরে উড়িয়ে দিতে তিনি ইন্দোনেশিয়া ও মালয়েশিয়াকে বলেছেন।
১৭ জানুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে