আন্তর্জাতিক ডেস্ক: মিসরে একটি তল্লাশি চৌকিতে হামলা চালিয়েছে দুই বন্দুকধারী। সোমবার দিনশেষে পশ্চিমাঞ্চলীয় একটি মরুভূমি এলাকার ওই চৌকিতে হামলা চালানো হয়। এতে আট পুলিশ সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন তিন পুলিশ সদস্য। এক বিবৃতিতে এ হামলা ও হতাহতের খবর নিশ্চিত করেছে মিসরের স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
মিসরের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি, পুলিশের পাল্টা গুলিতে দুই হামলাকারী নিহত হয়েছে।
এখনও পর্যন্ত কেউ এ হামলার দায় স্বীকার করেনি। তবে হামলার সঙ্গে আইএস জঙ্গিরা জড়িত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। গত ১০ জানুয়ারি উত্তরাঞ্চলীয় সিনাই উপত্যকায় আইএসের হামলায় ৮ পুলিশ সদস্য নিহত হন। এছাড়া গত ২৮ ডিসেম্বর একটি চার্চে হামলায় ২৮ জন নিহত হন। ওই হামলাতেও দায় স্বীকার করে আইএস।-দ্য গার্ডিয়ান।
১৭ জানুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/এআর